আমাদের কথা খুঁজে নিন

   

বিষন্ন রোববার ...

মুন রিভার ... চাঁদ পুড়ে যাক মেঘপাখীর সুরে মেঘপাখী উড়ে যাক দূরে সুদুরে আজ কোথাও কোনো শব্দ নেই, আজ কোথাও কোনো কথা নেই আজ নীরবতা পিয়ানোর রিডে ... আজ দিন শুরু হবে মন খারাপ করা মেঘে দুপুরের আকাশ উপুর করা রোদ ফিরে যাবে কিছুক্ষন পরেই যারা যারা আমায় ভালোবাসতো- সবাই অন্ধ হয়ে যাবে আমি হারিয়ে যাবো গোধুলীর একটু আগে তারপর, গোধুলীর রঙ- একটু বাতাস, আর বাতাসের ছায়ায় চারপাশ আমার মত একা হবে ... সন্ধার আলো নিয়ে যাবে আমার দু চোখ এপিটাফের বিভ্রম! ঘোর লাগা চারপাশ, অযুত জোনাকী দল পিছনে পদশব্দ অনেক- ধীর পায়ে, মন্ত্রমুগ্ধ হয়ে সন্ধ্যা আলোয় যে যায় , ফিরে আসে না আর ফিরে আসে অদ্ভুত কিছু শূণ্য অনুভুতি ফিরে আসে নীরবতা, আর নীরবতার সিম্ফোনির দূর থেকে দূরে চাঁদ পুড়ে যায় মেঘপাখির সুরে ... বন্ধু, বিদায় - আজ বিষন্ন রোববার! ' গ্লুমি সানডে ' গানটা শোনার পর কবিতাটা লিখতে বসা। অদ্ভুত সুন্দর একটা বিষাদ সুর। বিষন্ন রোববার ভালো কাটুক সবার।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।