আমাদের কথা খুঁজে নিন

   

(18)যদি কোনো সিনেমা দেখে তোমার চোখে পানি আসে তাহলে সেটা ভালো সিনেমা, আর যদি সিনেমা দেখে …………. পানি আসে তাহলে সেটা অশ্লীল সিনেমা

ভালো থেকো বন্ধুরা এক ছোট বাচ্চা মা-বাবার সাথে রাতে একসাথে ঘুমিয়েছে !!! হঠাত্‍ করে অনেক রাতে বাচ্চাটার ঘুম ভেঙে যায়.... চোখ কচলিয়ে চারপাশে তাকায় আর বলে, ▐ ▼ ▼ "শুধু আমি কাপড় না পড়লেই দোষ ==================================================== মা তার ছেলেকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করছেন, "এই খোকা, উঠ। তাড়াতাড়ি উঠে পড়। তোর স্কুলের টাইম হয়ে যাচ্ছে তো!" একটা বিশাল হাই তুলে ছেলে জড়ানো গলায় বলল, "বিরক্ত করো না, মা। আজ স্কুলে যাবো না। " মা বললেন, "এভাবে অকারণে প্রতিদিন স্কুলে যাবো না বললে তো হবে না।

কেন স্কুলে যাবি না, তার অন্তত দুইটা কারণ দেখা। " ছেলে : "ঠিক আছে। কারণ দেখাচ্ছি। প্রথম কারণ, কোন ছাত্রছাত্রী আমাকে পছন্দ করে না। আর দ্বিতীয় কারণ, কোন শিক্ষক-শিক্ষিকাও আমাকে পছন্দ করে না।

" মা : "এটা কোন জোরালো কারণ হল না। এইসব বলে স্কুল ফাঁকি দিতে পারবি না। " ছেলে : "আচ্ছা! তাহলে তুমি আমাকে দুইটা কারণ দেখাও আমার কেন স্কুলে যাওয়া উচিত?" মা : ঠিক আছে, বলছি। প্রথম কারণ, তুই এখন আর কচি খোকা না। তোর বয়স পঞ্চাশ বছর।

আর দ্বিতীয় কারণ, তুই হচ্ছিস স্কুলের হেডমাস্টার। তুই না গেলে স্কুল চলবে কি করে? ==================================================== নোয়াখালীর এক লোক electronics এর দোকানে যেয়ে দোকানদারকে জিজ্ঞাস করলো , : ভাই, এই টিভি টার দাম কত? দোকানদার : আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা । কিছুক্ষন পর সে অন্য জামা পরে ঐ দোকানে যেয়ে চিটাগাং এর ভাষায় বলল , : ভাই, এই টিভি টার দাম কত? দোকানদার আবার বলল ,আমি নোয়াখালীর লোকের কাছে টিভি বেচিনা। কিছুক্ষন পর লোকটা আবার বেশ বদল করে এবার সিলেটী ভাষায় একই কথা বললে দোকানদার বেশ বিরক্তির সাথে আবার না করলে এবার লোকটি বেশ রাগের সাথে বলল , ঃ কেন? নোয়াখালীর লোকের কাছে টিভি বেচবেন না কেন? “মাইক্রো ওভেন কে টিভি বলা একমাত্র নোয়াখালীর লোকের দ্বারাই সম্ভব” দোকানদারের জবাব । ==================================================== এক লোক একটা অভিজাত রেষ্টুরেন্টে ঢুকে দেখল তিনটা দরজা ১ম দরজায় লিখা: চাইনিজ খাবার ২য় দরজায় লিখা: বাঙালী খাবার ৩য় দরজায় লিখা: ইংরেজ খাবার লোকটি তার পছন্দ অনুযায়ী চাইনিজ খাবারের দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন ১ম দরজায় লিখা: বাড়ি নিয়া খাইবেন ২য় দরজায় লিখা: হোটেলে খাইবেন লোকটি হোটেলে খেতে চেয়েছিল তাই হোটেলে খাইবেন লিখা দরজায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন ১ম দরজায় লেখা: এসি ২য় দরজায় লেখা: নন এসি লোকটি এসি রুমে খেতে চেয়েছিল তাই সে এসি লিখা দরজাটায় ঢুকলে সেখানে আরো দুটি দরজা দেখতে পেলেন ১ম দরজায় লিখা: ক্যাশ খাইবেন ২য় দরজায় লিখা: বাকি খাইবেন লোকটি ভাবল বাকি খেলেই ভাল হয় তাই সে বাকি খাবেন দরজা টা খুলে বেরোতেই সে নিজকে রাস্তার মধ্যে পেল ==================================================== মেয়ে তার বায়োলোজি ম্যাডাম কেঃ ম্যাডাম্, ভালো সিনেমা এবং অশ্লীল সিনেমার ভিতরে পার্থক্য কি? ম্যাডাম্- যদি কোনো সিনেমা দেখে তোমার চোখে পানি আসে তাহলে সেটা ভালো সিনেমা, আর যদি সিনেমা দেখে ২PA এর মাঝে পানি আসে তাহলে সেটা অশ্লীল সিনেমা ==================================================== এক লোকের স্ত্রী এক যায়্গায় একটা সাইনবোর্ড দেখোলো।

সিল্কের শাড়ি= ১০ টাকা। জামদানি শাড়ি= ৮ টাকা। … এটা দেখে সে তার স্বামীকে বললো- কি বিশাল ডিসকাউন্ট, অবিশ্বাস্য,.. ডার্লিং, আমাকে ৩০০ টাকা দেও। আমি ২০-৩০ টা শাড়ি কিনবো। ।

। । স্বামী- আরে জান্, ওটা তো লন্ড্রির সাইনবোর্ড্। ==================================================== চল্লিশ বছর বয়সের এক জুটি সংসদ ভবনের সামনে বসে, হাতে হাত রেখে গল্প করছিল। এক পুলিশ ব্যাপারটা দেখে কৌতূহলী হল।

পুলিশঃ আমি আপনাদের নিষেধ করছি না; শুধু জানতে ইচ্ছা হল, আপনারা কারা? পুরুষটিঃ আমরা স্বামী-স্ত্রী। পুলিশঃ (কিছুটা রেগে) স্বামী-স্ত্রীতো এখানে কেন? বাসায়ইতো… পুরুষঃ না মানে, আমি একজনের স্বামী আর ও অন্যজনের স্ত্রী। ==================================================== এক ছেলে কোন কারনে আত্মহত্যা করতে চাইল সে এর আগে ২ টা মেসেজ করল ১ টা গার্লফ্রেন্ড কে আরেকটা দোস্ত কে “আমি যাচ্ছি তাড়াতাড়ি রিপ্লাই দিও” আর প্রথম রিপ্লাই আসল গার্লফ্রেন্ড এর “তুমি কোথায় যাচ্ছ? আমি বিজি পরে দেখা করব” এটা পড়ে তার খুব কষ্ট লাগলো ২য় মেসেজ বন্ধু এর “আরে আমারে রাইখা একলা কই যাস আমিও আসতেছি” এটা পড়ে ছেলেটি হাসল আর ভাবল আজ আবার প্রেম বন্ধুত্ব এর কাছে হেরে গেলো!! ==================================================== ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।