আমাদের কথা খুঁজে নিন

   

কেমন জীবন সঙ্গিনী চান?

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! আজ গুগল এ বাংলায় সার্চ দিলাম "' কেমন জীবন সঙ্গিনী চান'' লিখে । কারন? মানুষ তার জীবন সঙ্গিনীর নিকট কোন জিনিস টা আশা করে তা জানতে মন চাইল !!! তারপর লাফ দিয়া পড়লাম প্রজন্ম ফোরামে আর টাস্কি খাইয়া হেস্কি দিলাম আর ব্লগে আইসা শেয়ার থুক্কু বমি কইরা দিলাম আমাদের সামুর ব্লগার ইঞ্জিনিয়ার সাহেব কি লিখছেন দেখেন তার পছন্দের জীবন সঙ্গী কেমন চান তার ভাষায় ঃ টেকি হইতে হইবে। কমান্ড লাইনে জ্ঞান থাকিতে হইবে। ট্রাবলশুটিং এ পারদর্শী হইতে হইবে এবং এই ব্যাপারে ধৈর্য্য হইতে হইবে সীমাহীন।

টেক বিষয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করার মত জ্ঞান ও আগ্রহ থাকিতে হইবে। নারী সুলভ গয়না,শাড়ী.... ইত্যাদি আলাপ আলোচনা হইতে বিরত থাকিতে হইবে এবং আগ্রহ থাকা যাইবে না রিটেন কমূনিকেশনে (email,sms) পারদর্শী ও আগ্রহী এবং ভয়েস বেজড কমিউনিকেশনে (কল) অনাগ্রহী হইতে হইবে। গ্যাজেটপ্রেমী হইতে হইবে। আমার ল্যাপটপ, ট্যাবলেট এবং মোবাইলকে সতীন হিসেবে মানিয়া নেওয়ার মানসিকতা থাকিতে হইব এবার আরেকজনের কমেন্ট দেখেন; আউল লিখেছেন: (আমি জীবনসঙ্গিনী পেয়েছি ১০ বছর পূর্বে- সুতরাং জীবনসঙ্গিনী দরকার নেই- নেড়া বেলতলায় একবারই যায়) কিন্তু তারপরও আমাদের আরেক ব্লগার হাসান ভাই বেলতলায় যাওয়ার জন্য উদগ্রীব তাই দিয়েছেন বাবাকে পত্র পাত্রী দেখতে অনুরোধ করিয়া পিতার কাছে আবেদন ২রা ডিসেম্বর, ২০০৯ লন্ডন, যুক্তরাজ্য শ্রদ্ধেয় আব্বা/আম্মা, আশা করি আল্লাহ্ রহমতে ভালই আছেন। আমিও ভাল আছি।

এখানে যদিও আজকাল একটু ঠান্ডা পড়েছে, তবুও তা এখন সহনশীলতার মধ্যেই আছে, তাই এ নিয়ে চিন্তা করবেন না। যে কারনে চিঠিটি লেখা। ২৮ টি বসন্ত পেরিয়ে ২৯ বসন্ত যায় যায়, আর আপনাদেরও বোধ হয় একা একা লাগে। তাই কেবলমাত্র আপনাদের একাকিত্ব দূর করতেই অভিভাবকদের জন্য সুন্নত না ফরজ একটা কাজ আছে না, ওটা তো পালন করা সময় হয়েছে। কি বলেন? আশা করি hints বুঝতে পেরেছে।

ডাইরেক্ট বলতে লইজ্জা লাগে আপনাদের নিশ্চয়ই এতদিনই বুঝে যাবার কথা যে এই ব্যাপারটায় আমার নাকটা একটু উচুঁ আর খুতখুতে। তাই যেনতেন কনে বাছাই করে ঘাড়েঁ ঝুলিয়ে দিলে কিন্তু চলবে না। আপনাদের কাজটি যাতে সহজ হয়, সেজন্য কনের কিছু অত্যাবশ্যকীয় গুনের কথা বলতে চাই। * চেহারায় ঝলক না থাকলেও চলবে, তবে Google এর মতো সাধাসাধি হলেই যথেষ্ট। * সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না জানলে আমি নাই, ওইটা ছাড়া মানুষ বাচেঁ? কনের অন্তত পাচটা সাইট গুগলের প্রথম পাতায় থাকতে হবে।

আগেই হুশিয়ার কোনো Black Hat পদ্ধতি ব্যবহার করা চলবে না। * রান্না পারুক না করুন, ওয়ার্ডপ্রেস জানতে হবে। রান্না তো গুগলে সার্চ করেও শিখতে পারবে। * রোজ রোজ বাজারে যেতে বলতে পারবে না, ইকর্মাসে পারদর্শী হতে হবে। ইন্টারনেটেই যখন বাজার করা যায়, তখন পায়ে হেটেঁ যাবার দরকার কি? * Windows ব্যবহার করতে পারে, তাতে সমস্যা নাই কিন্তু ক্রাক কোড নিজেকেই খুঁজে নিতে হবে।

আমার এতো টাইম নাই। * Facebook এ একাউন্ট থাকতে পারে, কিন্তু Twitter একাউন্ট থাকলে একদম না। ওইটা আমার দু’চক্ষের বিষ। * হাতের লেখা যা তা হউক সমস্যা নাই, তবে টাইপিং স্পীড যেন ত্রিশ শব্দের নিচে না হয়। আমার ড্রাফট করা ব্লগগুলো তো ওকেই লিখতে হবে।

* Bing এর মতো প্রতিদিন রং পাল্টাইলে চলবে না, মেকআপের পিছনে এত টাকা পাবো কই? জিজ্ঞাসা করে নিয়েন Adsense এর কালার প্যালেট কি জানে তো? * টুকটাক হার্ডওয়ার আর ট্রাবলশুটিং জানলে ভাল হয়, আমি ওই ব্যাপারগুলি কম বুঝি কিনা? আশা করি আপনারা আমার পছন্দ বুঝতে পারেছেন। যত শ্রীঘ্রই আপনার কাজটি শেষ করবেন, তত তাড়াতাড়ি আপনাদের একাকিত্ব দূর হবে। আপনাদের কথা ভেবেই তো এত কিছু বলা। ওহ আরেকটা কথা, মেয়ের অবশ্যই অবশ্যই জিমেইল একাউন্ট থাকতে হবে। ইয়াহু হলেও চলবে কিন্তু হটমেইল হলে খবর আছে।

ভাল থাকবেন। ইতি, হাসান আমিও এখানে ইতি!! যাবার আগে সুখ দাম্পত্য জীবন বিষয়ক একটা লিঙ্ক দিয়া যাই- সুখী দাম্পত্যের দশ টিপস্ বাই বাই!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.