আমাদের কথা খুঁজে নিন

   

Dolancer.com সম্পর্কে একটি কপি।

চলে যাওয়া বলে কিছু নেই, সবই ফিরে ফিরে আসা... এই সময়ের বহুল আলোচিত বিষয়টাকে আরেকটু আলোর সামনে তুলে ধরার প্রেক্ষাপটে এবং কিছু ব্যাখ্যা দেয়ার প্রচেষ্টায় আমার একান্ত নিজের মতামত তুলে ধরলাম। Dolancer কি,কেন,কি করে,কিসের জন্য,এসব বলে সময় নষ্ট না করে মূল কথা বলে বিদায় নেই। সবাইত কম বেশি জানে এখানে কাজ করতে হলে একটি পেইড অ্যাকাউন্ট লাগবে,কিন্তু সেই টাকার হিসেবটা কেউ কি জানেন ? প্রথমে আসুন দেখি ৭০০০৳ যাচ্ছে কোথায়। এইখানে যদি নেটওয়ার্ক এর জন্য ১০% না দিত আমি ১০০% গ্যারান্টি দিয়া বলতে পারি কেউ কাউকে বলত না যে Dolancer এর মাধ্যমে ক্লিক করে টাকা ইনকাম করা যায়। এটা আমাদের একটা দুষ নিজে করবো কিন্তু অন্যকে বলবনা কিভাবে করি!আমরা যারা আরও আগে থেকে Freelancer হিসেবে আছি তারা একটু কষ্ট করে ফ্ল্যাশ ব্যাক করুন আপনার প্রথম সময়টা ।

আমার নিজের লাইফের একটা ঘটনা আছে এইরকম । তাই আমি খুব ভালো করেই বুঝি Dolancer কেন প্রতি অ্যাকাউন্ট এর জন্য ৭০০০৳ নিচ্ছে । যদি আমাদের বলা হতো যে "আপনারা এটার মার্কেটিং করে ডাউন লাইন এ অ্যাকাউন্ট খুলে দিন, আপনার সাথে সাথে সেও কিছু ইনকাম করুক" তাহলেতখন আপনি কি করতেন একটু ভেবে দেখবেন কি ? আমি জানি কিছু সুবিধাবাদী লোক তখন কি করতো,হয়ত আপনারাও বুঝার বাকি নেই। অনেক জনকেই বলতে শুনেছি এই ৭০০০৳ নাকি কোম্পানি নিয়ে নেয়। (মানে বুঝাতে চায় ভাগার আগে ভাণ্ডার পূর্ণ করে নেয়া ) এটার বেশির ভাগটা বলতে ৮০% + যায় নেটওয়ার্কিং এর জন্য,অফিস ম্যানেজমেন্ট এর জন্য ধরি ১০% যাচ্ছে।

থাকল কত? মাত্র ৭-৮% । এত কিছু করার পর কি এই লভ্যাংশটা কোম্পানির প্রাপ্য না ? ভাই এটা এইখানে লিখে সবটা বুঝাতে পারবনা। আর যারা Dolancer এর মেম্বার আছেন আশা করি আপনাদের কাছে বিস্তারিত ভেঙে দেখাতে হবেনা। আর যাদের একান্তই জানার ইচ্ছে আছে তারা দয়া করে দেখুন আপনার চেনাজানার মাঝে হয়ত এমন কাউকে পাবেন যে Dolancer এর মেম্বার। আর না হলে আমার সাথেই যোগাযোগ করে জেনে নিতে পারেন।

Dolancer আমাদের টাকা দেয় কিভাবে !(নিজের পকেট থেইকা প্রতি মাসে এতো টাকা কোম্পানি আমাদের দিচ্ছে) আমিতো ভাই মূর্খ মানুষ আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। সবার কাছে না যারা এইখানের জ্ঞানীগুণী ও বিজ্ঞ ওয়েব ডেভেলপার,সাইট ডিজাইনার এবং বিভিন্ন সাইট এর মালিক আছেন তাদের জন্য। প্রশ্নের আগে আপনার উত্তরের জন্য আমি কিছু হিন্ট দিয়ে দিচ্ছি। *আপনার সাইট এর প্রতিদিনের ভিজিটর এর সংখ্যা ২৫০০+ *Alexa তে আপনার সাইট এর ওয়ার্ল্ড রেঙ্কিং আছে ৫০,০০০ এর নিচে। *আপনার সাইট অ্যাড হিসেবে আছে GOOGLE এর Adsense ,সাথে আছে infolinks এর অ্যাড।

আরও কিছু না হয় বাদ দিলাম এই হিসেব থেকে। প্রশ্নঃপ্রতিদিন আপনি এই সাইট থেকে কত ডলার পাচ্ছেন/পাবেন ? আমার নিজের ধারণাটা আপনাদের দিয়ে দিচ্ছি। আমার সাইট এর প্রতিদিন uniq ভিজিটর আছে ৫০০ জন,ওইটার জন্যই GOOGLE প্রতিদিন আমাকে 2-5$ দিয়ে থাকে। আর ২৫০০ ভিজিটর +Alexa রেঙ্কিং এ ভালো Reputaion পাওয়া সাইট কে কতো দিবে নিজেই বের করে নিন। Infolinks এর হিসেব কিন্তু বাকি রইল।

Dolancer এর নিজস্ব ওয়েব সাইট এর তালিকা দিতে গেলে লিখত,লিখতে আমার হাতের ১২ থেকে ১৩ এবং আমার কীবোর্ড এর শনি লেগে যেতে পারে। ওরে ভাইরে আপনার বউ ভাগছে :O (আসলেই কি তাই ? আগে একটু ঘরে যেয়ে খবর নিন) অনেকেই বলে,সামনে আশা করি আরো বলবে। বলতে,বলতে কথা শেষ হয়ে যাবে,আমাদের ভুলত্রুটি গুলো শুধরানো শেষ করে যখন আমরা সর্বশিখরে উঠে যাব তখনো এরা বলে যাবে। আমরা যখন আমাদের নিজস্ব আইটি ভিলেজ এ বসে বাংলাদেশকে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ বানানোর অংশীদার হব। তখন এরা অলস সময় কাটানোর জন্য আমাদের ভুলত্রুটি গুলো শিরোনাম হিসেবে বিভিন্ন জায়গায় প্রকাশ করে যাবে।

এরা হল সেই লোক...ওহ! আরেকটু সময় নষ্ট করবো আপনাদের। “এক ঈগল একবার বনমুরগীর বাসায় ডিম পেরে গেল। বনমুরগী ডিমে তা দিল। বাচ্চা ফুটল। ঈগলের বাচ্চাটি বনমুরগীর বাচ্চা হিসেবে পালিত হতে লাগল।

... স্বভাবও তার হয়ে উঠল মুরগীর মত। বনমুরগীর মত ডাকে। উড়তেও পারে না। একদিন সে দেখল আকাশে ডানা মেলে উড়ে যাচ্ছে ঈগল। সে বিস্ময়ে প্রশ্ন করল, এটা কি? বনমুরগীরা উত্তর দিল, ওটা ঈগল।

অসাধারন পাখি। তুমি ওর মত দেখতে হলেও তুমিবনমুরগী হয়ে গেছ। ওর মত কখনো হতে পারবে না। ঈগলের বাচ্চা এই কথা বিশ্বাস করে কোনদিন উড়ার চেষ্টা ও করল না। এভাবেই সেকাটিয়ে দিল তার পুরোটা জীবন।

একসময় তার মৃত্যু হল। তার জন্ম হয়েছিলো আকাশের উঁচুতে উড়ার জন্য, কিন্তু তা সে জানতেও পারল না! নীতিশিক্ষাঃ অধিকাংশ মানুষও এরকম। অসীম ক্ষ মতা নিয়ে জন্মায়। বেশীরভাগই তা কাজে লাগাতে পারে না। ‘’ এবার আপনারা যারা বলেন যে কোম্পানি ভাগবে তারা আমাকে আগে একটু শুধু বলেন, একটা কোম্পানি কেন তাদের কর্মকাণ্ড বন্ধ করে দিয়ে চলে যায় ? ভালো(!) কিছু সাইট এর সাথে Dolancer এর তুলনা দিয়েছে অনেকেই।

ভাই আমাকে একটু বলবেন কি Sitetalk নিয়েতো কেউ কম লাফানো লাফায়নি ! কিন্তু ওইটার বাংলাদেশ এ কি ছিল?কখনো কি ওইটা থেকে টাকা তুলেছেন?আর যদি পেয়েই থাকেন তো সেটা কিভাবে তুলেছেন?হুম...আমার মনে হয় এক বিমানে গিয়ে আরেকটা বিমানে টাকা সহ বাংলাদেশ ফেরত এসেছেন। :p উফফ...এমনও হয়তো হতে পারে আপনাকে একটা নামিদামি ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে হয়তো বলেচে,”রাত এ কাজ গুলো শেষ করে পরের দিন তোমার টাকা তুমি যে কোন ATM থেকে তুলে নিও। আসল কথা কি জানেন ভাইয়া আমাদের দেশের সবথেকে বড় প্রব্লেম হল কাজের টাকা হাতে পাওয়া। আর সেই কারনেই আমরা যে কোন সময় পারি বাংলাদেশ থেকেই টাকা উঠিয়ে নিয়ে পকেটে ভরতে। মাসের পর মাস চেক এর জন্য ওয়েট করিনা।

কোম্পানির সব ডকুমেন্ট যদি কেউ চান দেখতে পারেন যেটা আপনাদের Speak Asia , Site Talk কখনো দেখায়নি দেখাতে পারতও না। আর Unipay এর কথা ?এদের মূল প্রোডাক্ট নাকি ছিল “স্বর্ণ” যেটা ওরা দেখাতেই পারলো না। বুঝতে পারছি আমি ওরা কি করচে!পিতলের বার কিনে স্টক করে রেখেছিলো :p হয়তো আশা ছিল পরশ পাথর দিয়ে সব আসল স্বর্ণ বানাবে। ভাই আমার একটা কথা খুবি আপত্তি পূর্ণ লাগছে,কোন কারণে বলেন কোম্পানি ভুয়া!যা,যা করবে বলেছে তাইত করেছে এবং সামনে আরও করবে। আরেকটা দাবি আছে আমাদের মূল প্রোডাক্ট হল ওয়েব সাইট আর ভালমানের ওয়েব সাইট থেকে কত টাকা আসে সেটার ধারণা আশা করি পেয়েছেন।

আর যদি বলেন যে ওয়েব সাইট থেইকা টাকা আসেনা তাইলে সবাই এতো সাইট খুলেন কেন?ফাও,ফাও কি ডোমেইন আর হোস্টিং এর জন্য টাকা দিচ্ছেন?o_0 ভাই Dolancer এর মেম্বারতো কিছুদিনের ৫০,০০০ হবে। তখন ধরেন ২০,০০০ অ্যাকাউন্ট এর ডেবিট কার্ড থাকবে। আচ্ছা ভাই আপনার আরেকটু সহজ করে বুঝাই,আপনার ব্যাংকের অ্যাকাউন্ট এ নাই টাকা আর আপনি যদি এটিএম বুথে যাইয়া কার্ড ঢুকাইয়া চাপাচাপি করেন তাহলে কি আপনাকে টাকা দিবে ? তার মানে EBL এর সাথে Dolancer এর বড় কোন চুক্তির মাধ্যমেই জামানত দিয়ে নিজস্ব লোগো সহ মেম্বারদের জন্য ডেবিট কার্ড এর সুবিধা দিচ্ছে যা কিনা আজ পর্যন্ত কোন কোম্পানি করতে পারেনি। (আরো লেখার ইচ্ছে ছিল কিন্তু আজ এখানেই সমাপ্তি পরবর্তী লেখায় বলব Server সম্মন্ধে। Server এর ব্যাপারে কয়েকজন কিছু কথা বলেছিল,পণ্ডিত সব ভাইয়েরা আমার আর কি কি কারণে ভুয়া ভাবছেন একটু জানালে ব্যাখ্যা দিতে সুবিধা হইত আর কি :p।

সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই J আর মেধা সবার মাঝেই থাকে কিন্তু কাজে লাগায় পুঁজিবাদীরা। কথাটার মানে একটু কষ্ট করে বের করে নিবেন J আর বের করতে পারলে নিজের মেধাটাকে স্বল্পমূল্যে কারো কাছে ভাড়া দিয়ে সেটার অপচয় করবেন না :p ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।