আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বেলায় একটা কথা জানিয়াছিলাম " বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে "

আজ আমার ভাতিজাক নিয়ে গিয়াছিলাম একখানা শিশুপার্কে । গিয়া দেখি শিশু এখানে বিরল প্রজাতির বস্তু । ১৬/১৮-২২/২৫ বছরের শিশুদের দিয়া ভরে গেলে শিশুপার্ক । এটা দেখে যতখানা অবাক হয়নি তার চাইতে বেশী হইলাম তাদের উন্মুক্ত গভীর পেরেম ভালুবাসা দেখে , সুযোগ থাকলে ফ্রেম বন্দি করে দেখাইতাম । কেউ কেউ গাছের চিপা, কোন কোন দুর্বল নারী হেলিয়া পড়িতেছে পাশের জনে উপর ( আপসোস আমার উপর কেউ ভুল করেও পড়ল না ), কেউ ছেলের হাত শক্ত করিয়া পরম আদরে বুকে লাগাই রাখিয়াছে (উপ্) , কেউ কেউ হাত ধরিয়া হাটিতে হাটিতে হয়ত মনে মনে গাইতেছিল "পরান ফাটিয়া যায়.............।" ছোট বেলায় একটা কথা জানিয়াছিলাম " বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " তখন মনে মনে কইলাম ----------------যা খুশি করেন গিয়ে আমার কি !!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।