আমাদের কথা খুঁজে নিন

   

" দালালি বন্ধ করেন এবং মানুসের চেস্টা ও বিস্বাসকে সম্মান জানাতে শিখুন " - জনাব অমি পিয়াল, আরিফ জেবতিক ও ডাক্তার আইজু। "রুমি স্কোয়াডের সাথে আছি "

কালকের স্ট্যাটাস এর জন্য দুক্ষিত যে ওই লিস্টে আরেকটা নন্সেন্স বাকি ছিল ডাক্তর আইজু, তার স্ট্যাটাস দেখিনাই দেখে নাম এড করতে পারি নাই অমি পিয়াল আর আরিফ জেবতিকের সাথে। কালকের স্ট্যাটাস "অনলাইনের শাহেনশা - এ -আলম গন আজ যা দেখাইলেন তাদের লিখা দ্বারা এটি আসলে তাদের মুখস উন্মোচন করলো। অমি রহমান পিয়াল,আরিফ জেবতিক। আসলে সত্যি কথা বলতে কি যখন প্রথম দিকে ইনাদের লেখা পরতাম আমার রাগ হইত কেননা একপেসে কথা তার উপরে রাজনইতিক বিস্লেসন ইনাদের তাদের দলমুখি। আর ইদানিং কালের তাদের প্রোমশন এর পরে যখন টক শো তে কথা বলা আড়ম্ব করলেন তখন তো আর বলার কিছু নাই সরাসরি আওয়ামি দালাল ছাড়া আর কিছুই মনে হয়নি।

যউক্তিক কথা খুবই কম আধ্যাত্মিক বাণী এবং পাহাড় ঠেলা কথা। আজকের এই প্রজন্ম চত্তরকে ধংস করেছে এই কিছু পেইড আওয়ামী ব্লগাররা, নাহলে যেই গনজাগরন শুরুতে ছিল সেটি আর পাওয়া যায়নি যেদিন থেকে মণচ থেকে আওয়ামি প্রোপাগান্ডা চালানো হল। এদের নাকি একটা রক্ষী বাহিনি ছিল যা কিনা ছাগু দমন করত নন্সেন্স এন রাবিশ। আজকে দেখতেই পাচ্ছি এদের ভন্দামি আর স্বার্থপর করমকান্ড। নিজের সাথে থাকলে মুক্তি যোদ্ধা আর না থাক্লে রাজাকার নাহ ।

এই জন্য অন্তত "তুই রাজাকার " তুই রাজাকার বলা যাইতে পারে। " , এই কাজের জন্যেই ত আপ্নদের গ্যানম্যান দেয়া হয়েছে জনাব। আপ্নাদের মনচের জায়গা যাতে আর কেউ নিতে না পারে কিংবা আমাদের আন্দোলন যাতে আমাদের হাতে না থাকে সেই জন্যেই তো এত চক্রান্তের শুরু। তাহলে শুনে নিন অই অনশনরতরাই আমাদের দাবি বুকে নিয়ে না খেয়ে আছেন। "ফাসি চাই রাজাকারের " দাবী এইতাই।

এক প্রকার মশকরা এটি যখন স্বাধিনতা আর গনতন্ত্র রক্ষা করতে যারা কাজ করতে নামেন তাদের নিজেদের মানবতার যথেষ্ট অভাব আছে। কিসের জন্য দরকার নাই, কারা দরকার নাই, কোথায় দরকার নাই একদল মানুস অনশনরত এটি ই তো যথেষ্ট। আপনারা আসেন স্বাধিনতার কথা বলতে আপ্নারা স্বাধিনতায় বিস্বাস করেন নিজেরা? হাসির কথা হল এদেরকে নিয়ে অনেকেই গরব করে বলে ব্লগের অতিত অনেক উজ্জল ছিল। বুলশিট কথা বার্তা। কেননা দেখেন এখনকার অনেক ব্লগার আমার পরিচিত এবং তাদের লেখার হাত এদের চেয়ে ভাল এবং চিন্তার মাঝে বিশুদ্ধতা আছে।

আজকে আপনি ভাল লিখা খুজে পাবেননা কিন্তু সেই সময় ভাল খারাপ বলতে সবই তারা ,যা বলতেন সেটাই সুন্দর য বুঝাতেন ওইতাই সত্যি। সো কম্পারিজন তো আকাশ আর পাতাল। এখনকার অনেকেই হায় উতাস করে থাকেন ইস আগের সেই মান পাই না হাসি আসে তখন যখন আগের লিখার কথা বলেন আর এই মানুসগুলির কথা বলেন। দেখেন এদের সাথে আমার পরিচয় নাই এমনকি চিনিও না আর প্রয়জনও নাই আমি তাই ব্যাক্তিগতভাবে কোন কথা বলতে বা আক্রমন করতে চাই না। তবে একটা কথা আছে মানুসের অবস্থানের কারনে মানুস কখনো কখনো অন্যকে সম্মান করতে ভুলে যায়।

শহিদ রুমীই নয় শুধু যেকোনো রকমের আন্দোলন এর সাথে আছি যা ওই রাজাকারদের বিচারের উদ্ধেশ্যে হবে আর যেগুলু প্রজন্ম চত্তরের মতন কলুসিত করার চেস্টা হবে রুখে দাড়াব সেখানেই। তিন জনের এরুপ ব্যাবহারের জন্য তারা আনুস্থানিক ভাবে ক্ষমা চাওয়া উছিত রুমি স্কোয়াড এর কাছে এবং অনলাইন ফেটারনিটির কাছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।