আমাদের কথা খুঁজে নিন

   

হালাল-হারাম খাবার ও আমরা কয়েকজন মুসলিম!!!

'আল্লাহ ভাবী আর বলবেন না, ঐ মাংসটাতো আমি খেতেই পারিনা, হারাম মাংস মনে হলেই বমি আসতে চায়। ' "কী বলেন ভাবী, আপনিতো বাইরে গিয়ে আমাদের সাথে বার্গার, পিজ্জা, চায়নিজ দোকানের খাবার সবই খেলেন। " 'সে কথা আর বলোনা, ওদেরগুলা খেতে কোন সমস্যা হয়না, কিন্তু দেশী খাবার গলা দিয়ে নামে না। ' "ও আচ্ছা। " তুমিতো সোনার চান হালাল-হারাম কিছুই বাছোনা, কয়েকদিন আগপর্যন্তও তুমি হালাল দোকানে মাংসের দাম বেশী বলে ওখান থেকে না কিনে রেগুলার দোকান থেকেই কিনতে, এখন কমদামে একজন গিয়ে দূর থেকে এনে দেয় বলে তাকে তেল দেয়ার জন্য এইসব কথা বলছো।

'আমিতো কখনোই হালাল মাংস ছাড়া খাই-ই না, বাইরে গেলেতো মাছের বার্গার খাই, আর কোন খাবারই খাই না। ' "ও আচ্ছা আচ্ছা, আপনি পুরাপুরি হালাল খান, কিন্তু সেদিন যে দেখলাম ওয়ালমার্টের চিকেন রোল খাচ্ছেন। " 'ও সেকথা আর বলোনা, এতকিছু কি মানা যায়?' "এইটা ঠিক বলছেন ভাবী, এতকিছু মানা যায় না। " তখন আর মনে করিয়ে দেইনা, তুমি যে মদ-সিগারেট, লটারীর বিজনেস করো, সেটাতো ইসলামে হারাম করা হয়েছে। তুমি যে মানুষের কাছ থেকে ট্যাক্সের টাকা নিয়ে সরকারকে ৫০%ও না দিয়ে বাকীটা মেরে দাও সেটাও হালাল নয়।

হালাল তোমার কেবল খাবারের বেলায়, তাই না!! (দুইজন হালালীনীর সাথে একজন সাধারন খাবার-দাবার গ্রহনকারীনীর কথোপকথন, আমি ওখানে কেবল দর্শকমাত্র, আমি কাউকে কিছু বলিনি। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।