আমাদের কথা খুঁজে নিন

   

আজ যে মুজিব কাল সে মজিদ, আর সেই টাউটগুলান সারাজীবন টাউটই থেকে যায়

© এই ব্লগের কোন লেখা আংশিক বা সম্পূর্ণ আকারে লেখকের অনুমতি ব্যতীত অন্য কোথাও প্রকাশ করা যাবে না। ওয়ারফেইজের একটা গান আছে, আমার এই দেশে এমনি জীবনধারা, বদলে যায় রাজারা থেকে যায় তার ছায়া"। সম্প্রতি টাউট মুজিব আর বেচারা জাহিদ হাসানের এই অসাধারন স্বয়ং শেক্সপীয়ার ফেইল মার্কা নাটক দেখে দু-তিন লাইন লিখতে ইচ্ছা হলো সাথে আমার উপলব্ধিত বোধটাও আপনাদের সাথে শেয়ার করে যাই। "শোনো, একটি মুজিবরের থেকে লক্ষ মজিদের কন্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রণী"-----------এই অসাধারন গানটির এইরকম নিন্মমানের স্যাটায়ার করতে গিয়ে খুব খারাপ লাগলো,ভেবেছিলাম সোনার ছেলেদের জন্য আরো কিছু গানের স্যাটায়ার করবো, কি করবো বলুন, সোনার ছেলেদের অতিভক্তি চোরের লক্ষণ ভাবসাব দেখে তো মেজাজটা নিয়ন্ত্রণের বাইরে রীতিমতো জগিং করছে।কিন্তু নিজেকে আর কতো নিচেই বা নামাতে পারি !!!!! এইবারে,আমার একটা উপলব্ধির কথা আপনাদের বলতে চাই, ঠিক করেছি, আমি আমার ছেলের নাম শ্রীযুক্ত মুজিব মজুমদার রাখিবো, অন্তত সে ৫ বছর অন্তর অন্তর যেন দুধে ভাতে থাকে। টাউট উপাধি দেওয়ায় মুজিব মজুমদারের বদলে যদি মজিদ রাম-শ্যাম-যদু-মধুকে শূলেও চড়ানো হয় আমার কি?? মজিদদের মায়েরে বাপ !!!! পরিশেষে, আরেকটা হৃদয়বিদারক গানের আরো নিন্মমানের স্যাটায়ার করে পোস্টটি শেষ করতে চাই, "যদি রাত পোহালে শোনা যেতো, টাউট মজিদ মরে নাই"। আমার পোস্টের গোপন ভাষাগুলো কতোটা বুঝলেন জানি না, না বুঝলে সেই অক্ষমতার জন্য আমি করজোড়ে ক্ষমাপ্রার্থী। আমাকে আবার হোম ডিস্ট্রিক্টে ‘অবাঞ্ছিত' ঘোষণা করবেন না যেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।