আমাদের কথা খুঁজে নিন

   

উট নিয়ে নেট ঘেটে এই তথ্যগুলো পেলাম

:( এখনো ওয়াচে পৃথিবীতে দুই ধরণের উট আছে, এক কুজ বিশিষ্ট উট ও দুই কুজ বিশিষ্ট উট । (আগে জানতাম না ) মরুভূমির জাহাজ উট খুব অল্প খাবার বা কোন পানিও খাবার ছাড়াই কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। দিনের বেলায় সূর্যের তাপে তার শরীর অনেক বেশী উত্তপ্ত হয় এবং রাতে অনেক ঠাণ্ডা হয় কিন্তু সে অসুস্থ হয়না। উট শাকসবজি ও ঘাসখেয়ে বেচে । তবে এরা উচ্চ লবণাক্ত জাতীয় খাবার বেশী পছন্দ করে।

মরুভূমিতে উট একাধারে খাবার, পোশাক, পরিবহণ ও আশ্রয়ের কাজ করে থাকে যা পৃথিবীতে অদ্বিতীয়। উটের উপরের ঠোঁট বিভক্ত যা তাদেরকে মরুভূমির শক্ত গাছ জাতীয় খাবার খেতে সাহায্য করে। উটের পাকস্থলী ও গরুর মত তিন প্রকোষ্ঠ বিশিষ্ট এবং এরা ও জাবড় কাটে। সুত্রঃ নেট থেকে। আপনারা কিছু পেলে জানাবেন ।

অবশয় আমার পোস্ট কী দেখবে বলে মনে হয় না। আমার টিপু ভাই এর দশা হয় কিনা কে জানে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।