আমাদের কথা খুঁজে নিন

   

নো বিভক্তি

জীবন এক প্রবাহমান নদী, এখানে দু:খগুলো ভাটার মত, যা বাধ দিয়ে সংরক্ষনও করতে পারেন আবার জোয়ারের অপেক্ষায় ধৈর্যও ধরতে পারেন । যে জন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনাদেনা । অসম্ভব সুন্দর একটি গান, এই গানটির অনেকরকম অর্থ করা যায়.... মানুষ বুঝে । আরেকটি চরম সত্য হলো, এই পৃথিবীতে যতরকমের মানুষ ঠিক ততরকমের দর্শন বিদ্যমান, তাই বলা যায় জীবন মানে কারো কাছে প্রেম আর কারো কারো কাছে চেতনা । নিজ দৃষ্টিতে সবাই সঠিক... তবে কেউ অসুস্থ মানসিকতার হলে সেই দায়ভার বাকীদের এড়িয়ে যাবারও কোন উপায় নেই.....কেননা পুরানো প্রবাদ আছে “ মানুষ সমাজবদ্ধ জীব”। কুত্তার মত কামড়া-কামড়ি না করে আগে মানুষ হোন....আগে দলবদ্ধভাবে বাচা শিখুন । এমন একটা আন্দোলন নিয়ে দ্বিধাবিভক্তি না ছড়ালেই কি নয় ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।