আমাদের কথা খুঁজে নিন

   

আজব স্যারের আজব কষ্ট

নাদিয়া জামান চশমাটা নাকে এঁটে টাক মাথা দুলিয়ে আজব এক স্যার আসে ব্যাগ হাতে ঝুলিয়ে হাফ পিস স্যার নিয়ে পড়েছি কি ঝামেলায় এতো সব PROBLEM এক PAGE এ লেখা দায় । *** *** *** *** *** *** *** স্যারের জ্বালায় যায় না পড়া টেবিলটাতে বসে ফাঁক পেলে PEN নেয় লুকিয়ে টি শার্টটার নীচে স্থান যদি নেয় তোমার পাশে কিছুক্ষণের জন্য দেখবে তোমার টেবিল হবে মার্কার PEN শূন্য । রোজ রাতে স্যার স্বপ্ন দেখেন ল্যান্ড করেছেন চীনে চীনের Mr. চ্যাং চুং তাকে যাচ্ছে নিয়ে গ্রীনে হোটেল গ্রীনের ডিশ ক্লিনিং এ স্যারের জুড়ি নাই চিঠি লিখে সবাইকে স্যার জানিয়ে দিলেন তাই । ফোনের শব্দে হঠাৎ স্যারের ঘুমটা গেলো ভেঙে বলছে কি সব ! কিছুই স্যারের ঢুকছে নাতো ব্রেনে টাকটা স্যারের বোর্ড হবে আর থাকবে ছবি হেথা আর্টিস্ট ম্যাসেজ স্যারের ধরায় মাথা ব্যথা। নেক্সট মানথে স্যারের ছবি ছাপবে ম্যাগাজিনে আর্টিস্টের জন্য যে স্যার রঙ তুলি তাই কেনে ।

রোজ সোমবার শুরু হবে ছবি আঁকার কাজ টেনশনে তাই ঘুমটা স্যারের হারাম হল আজ, ঘুমের ঘোরে চোখে দেখেন মাথায় আঁকিবুঁকি নিজেকে স্যার ভাবতে থাকেন সবার থেকে সুখী । অকালে টাক মাথায় পড়ায় দুঃখ ছিল মেলা কষ্ট স্যারের ঘুচিয়ে দিতে এবার এলো বেলা ; লিওনার্দোর মোনালিসা , জয়নুলের দুর্ভিক্ষ সব ছাড়িয়ে টাকের ছবি উঠবে হয়ে মুখ্য । চোখ দুটো হায় লেগে এলো এসব কথা ভেবে অবাক ব্যাপার দেখলেন স্যার ভোর ছয়টায় জেগে হাফ টাক তার ফুল হয়েছে ঘন কালো কেশে স্বপ্ন ভেবে নিজ টাকে স্যার মারল বাড়ি কষে । হাফ পিস স্যার ভাবছে বসে দেখছি নাকি ভুল কেমন করে উঠলো আমার মাথায় এতো চুল ! টেনশনেতে চুল পড়েছে , টেনশনেতেই উঠল মাঝে দিয়ে তরী স্যারের তীরে এসেই ডুবল । মডেল হওয়া গেলো না আর টাকে ছবি নিয়ে মনের দুঃখ মনেই যে স্যার রাখল চাপা দিয়ে স্যারকে দেখে আর্টিস্টের পড়লো মাথায় হাত টাকে ছবি আঁকার ব্যাপার আপাতত বাদ ।

[কেমিস্ট্রি স্যারকে নিয়ে লিখেছিলাম... ২০০৫ কি ২০০৬ এ লেখা]  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।