আমাদের কথা খুঁজে নিন

   

ইদানীং

ইদানীং কারো সাথেই কথা বলতে ভাল লাগসে না। যে দুই একজন ফ্রেন্ড টিকতেসে ,আল্লাহ মালুম কবে তাদের সাথেও কবে উলটা পালটা বলে ফেলি। মেজাজ টাকে কোনভাবেই কনট্রোল করতে পারছি না। কিছুদিন আগেও কিছুটা হলেও যাদের আপন ভাবতে পারতাম,তাদেরও স্বার্থান্বেষী মনে হচ্ছে। কিছু কলিগ ছিল,তাদের মাঝেও প্রেম প্রেম ভাব দেখে মেজাজ বিগ্রাচ্ছে।

না জানি কতদিন তাদেরকে ভদ্রভাবে ইগনোর করতে পারব। এক ফ্রেন্ডকে তো বলেই দিলাম,আমি কাউকে বিশ্বাস করতে পারছি না,আর কল না দিলে খুশী হব সে জিজ্ঞেস করল "আমাকেও" ?? আমি বললাম "সরি সবাইকে ,তোমাকেও"। বাসায় কথার ছলে আমার ছোটকে বললাম "ওরকম ফ্রেন্ডদের সাথে যোগাযোগ রাখার কোন দরকার নাই" । সাথে আরেকজন বলে ফেলল ,ভাল হয় তুমিই একা থাক। দিনকে দিন সবার কাছে হিটলার হচ্ছি।

সবটার কারন ওই "তুমি" আর আমার বিশ্বাস। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।