আমাদের কথা খুঁজে নিন

   

ঝরা পাতার কম্পনে..

হয়তো ঝরা পাতার শব্দে চমকে উঠবে! হেলানো ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হবে সময়ে মিশে যাবে বুনোপথের শেষ প্রান্তে, উঁকি দেবে আকাশে অচেনা হেমন্তের চাঁদ আধখোলা জানালায় ভাঙ্গবে স্মৃতির বাঁধ। জেগে থেকো অনেক অনেক রাত হালকা শীতের ওমে। অনুভবে থেকো অনেকটুকু সময় বিনিদ্র, ক্লান্ত হুঁতোম প্যাঁচার দমে, আর, টিনের শেডে কুঁয়াশা যেমন জমে। শিহরিত হয়ো একা, কলা পাতার চুমে গভীর রাত পর পর হোকনা জাগরনে, ঘুমে। ইথারীয় ফিস, ফিস, ফিস যাক মিলিয়ে যাক ভূমে, এ আকুল অঘ্রানে।

ছায়া হারাবে ছায়ায়, খেয়াল খুশি মতন ডুকরে কেঁদোনা ভেবে সব আগের কথন। লজ্জাবতী যেমন ধীরে পেখম মেলে দাড়ায় আগ বাড়িও ভোরে রাত পারাপার চড়ায়। গভীর রাতের শীত চাদরে জড়িয়ে থেকো। ভাববে তেমনটিই আছি,ছুঁয়ো দেখো যতনে, বুকপাশটিতে হৃদকম্পনে। ***** ১৩ই অগ্রহায়ন,১৪১৮ মতিঝিল, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।