আমাদের কথা খুঁজে নিন

   

অর্বাচীন

পুরান আমি নব ভাবনায় বিভোর.. মির্জা শাহনেওয়াজ লতিফ (লিও) সেদিন তাল আমি ঠিক-ই ধরেছিলাম অর্বাচীন, অর্বাচীন , তাল আমি সেদিন ঠিক-ই ধরেছিলাম। যখন স্বল্প আলো গুলো রুদ্ধ চশমা ভেদ করে আরো গহিনে প্রবেশ করে, ঈশান কোন আরো কালো প্রতিভাত হয়। সেদিন কন্ঠ তুমি উঁচুতে তুলো নবীন, তাল আমার আরো নিপুন হবে এবার । তাল আমি সেদিন ঠিক-ই ধরেছি, অর্বাচীন । গভীর রাতে বেজি টা যখন সঙ্গিনীর জন্য আর ব্যাকুল হয় ।

হরিনের মাংসের জন্য দাঁত শিরশির করে ঠিক তখন-ই আওয়াজ তুলো বন্ধু, তাল আমি ঠিক ধরবো সেদিন । সেদিন তাল আমি ঠিক-ই ধরেছিলাম অর্বাচীন, অর্বাচীন , তাল আমি সেদিন ঠিক-ই ধরেছিলাম। বনসাঁই গাছটা দেখে আমার মুক্ত হওয়ার উদগ্রীবতা আরোও বেড়ে যায় । সেদিন সন্ধ্যে বেলা আমাদের দেখা স্বপ্নটা আজ রঙ্গীন হয়ে ধরা দেয় । তুমি হাতের উপর মাথাটা এলিয়ে দিয়ে শুয়ে আছ, এই হয়তো মাথা উঁচু করবে তুমি... ঠিক সেদিনও আমি তাল ধরবো অর্বাচীন।

সেদিনও তাল আমি ঠিক-ই ধরেছিলাম অর্বাচীন, অর্বাচীন , তাল আমি সেদিন ঠিক-ই ধরেছিলাম। রাজিয়া সুলতানা রোড , মোহাম্মদপুর, ঢাকা রাত ১১.৫২মি ০৮- ১২- ২০১০ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.