আমাদের কথা খুঁজে নিন

   

যদি একদিনের জন্য ক্ষমতা পেতাম . . . .

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! আবু হোসেনের কথা মনে আছে আপনার ?সেই যে আরব্য রজনীর আবু হোসেন ! যে চেয়েছিলো একদিনের জন্য হলেও বাদশাহী ,ক্ষমতার মসনদ । বাদশাহ হারুনুর রশীদ তার আকাঙ্খা পূর্ণ করেছিলেন । একদিনের রাজত্ব তাকে দিয়েছিলেন । আজ ঘুম থেকে উঠে আমার হঠাত্ করেই আবু হোসেনের কথা মনে পড়লো ।

মনে হলো ,আহা !আমিও যদি একদিনের জন্য ক্ষমতা পেতাম !একদিন শুধু এক কর্মদিবসের জন্য । আমি গণভবন চাইতাম না ,ক্ষমতার নরম গদিওয়ালা চেয়ারটাতেও বসতে চাইতাম না । তবে কি চাইতাম ! লিস্ট করলাম । ১ । প্রথম কাজটি করতাম . . . . . . . . . . . . .ছাত্ররাজনিতী বন্ধ ।

বন্ধ মানে বন্ধ - সিলগালা করে বন্ধ । নামে কিংবা বেনামে কারো লেজুর হতে পারবানা । ২ । হরতাল । এক লোহার বাকসে আটকে স্টেইনলেস স্টীলের পাতে মুড়ে হরতাল নামের দানবকে আর্কটিকের বরফের নিচে দাফনের ব্যবস্হা করতাম ।

৩ । রক্তচোষা সুদী এনজিওগুলোকে ঘাড় ধরে রাস্তা মাপতে বলতাম । ৪ । রাজধানীর ডাস্টবিন ও ড্রেনগুলি নিয়মিত পরিস্কারের ব্যবস্হা করতাম । -কিন্তু হায়. . . . আবু হোসেন এখনো খুঁজলে কোটি কোটি মিলবে ,কিন্তু হারুনুর রশিদদের দেখা শুধু আরব্য রজনীতেই মিলে . . . . ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।