আমাদের কথা খুঁজে নিন

   

কবি না হয়েও কবিতা

আমি কোন কবি নই। তারপরেও মাঝে মধ্যে শখ করে লেখা একটা কবিতা দিলাম আপনাদের জন্য। আশা করি ভাল লাগবে। আমার নাকি হাসতে মানা কাঁদাও নাকি যাবে না মত প্রকাশ করতে মানা প্রশ্নও করা যাবে না কারণ? কারন আমি দরিদ্র। ভাল আমার বাসতে মানা অন্যায়কে ঘৃণা? না হবে না। কারন? কারণ এসব যারা করে তারা বেশির ভাগই সমাজের কাছে ভদ্র। বোকার মত থাকতে মানা শুনতে হবে কথা তাহলে আমি ভাল হব নচেৎ, নচেৎ অভদ্র। খুব ভাল হয়নি হয়ত, খুব যদি খারাপ হয় একটু বলবেন দয় করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।