আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একটি ২৭ + পোষ্ট। যাহার শিরোনাম খুজে পাওয়া যায়নি।

এক দেশে ছিল একটি বিরাট গরুর র্ফাম। সেখানে বেশ কিছু গরু সুখে শান্তিতে বসবাস করতে ছিল। তবে কয়েকটি গরুকে তার মালিক বাইরে রেখে দিল। বাইরে থাকা গরু গুলি দিনরাত চিৎকার করে হাম্বা হাম্বা করিতে লাগিল। তাহাদের চিৎকারে পাড়া প্রতিবেশীদের ভীষণ অসুবিধা হইতে লাগিল।

কিন্তু গরুর মালিক তাহাতে কর্ণপাত করিতে ছিল না। তিনি বরং বলিলেন, এই দুষ্টগরু গুলি আমার দুঃসময়ে আমাকে গুতা মেরেছে! আমাকে দেশন্তরী করেছিল!! অথচ ওদের আমি বছরের পর বছর খড়-কুটা দিয়ে লালন পালন করিয়া ছিলাম। যথেষ্ট যুক্তি থাকায় প্রতিবেশীরা চুপ করিয়া রহিলেন। এভাবে প্রায় তিন বছর কাটিয়া গেল। গরু গুলির হাম্বা হাম্বা চলিতেই লাগিলো।

এলাকাবাসিরা হাম্বা ডাক যে তাহাদের ভাগ্য তা মানিয়া লইলেন। ভাবিলেন ইহা তাহাদের নিয়তি। কেহ কেহ আবার শক্ত সামথ্য গরু গুলির জন্য দুঃখ করিলেন। অনেকে আবার উপহাস করিয়া বলিতেন, বেঈমানীর ফল এমনি হয়। কিন্তু একদিন গরু গুলির ভাগ্য ঘুরিল।

এ গরু গুলির মালিকের একজন শত্রু ছিল। শত্রু পক্ষ জনসমাবেসে ঘোষনা দিলেন যে দুঃখি গরু গুলি যদি দড়ি ছিড়িয়া তাহার কাছে আসে তবে তাহার গোয়ালে ভাল করিয়া সমাদরে গ্রহন করিবেন তিনি। হঠাৎ এই ঘোষণায় চিন্তায় পড়িয়া গেলেন দুষ্ট গরুর মালিক। তিনি হাম্বা হাম্বা করিতে থাকা গরু গুলিকে তাহার গোয়ালে ফিরিয়ে নিলেন। শত্রু পক্ষ শূন্য হাতে দড়ি নিয়ে ফিরে গেল।

এখন আর গভীর রাতে হাম্বা হাম্বা ডাক শোনা যায়না। পূূনশ্চঃ ইহা একটি অতি প্রাচিন গল্প। সমসাময়িক কিছুর সাথে মিলিয়ে গেলে কাকতাল মাত্র। এর জন্য লেখক কে দায়ী করা যাইবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।