আমাদের কথা খুঁজে নিন

   

হার বুঝতে পেরেই বিএনপির অভিযোগ: তোফায়েল

শনিবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিএনপি সরকারের ‘মৃত্যু ঘণ্টা’ বাজানোর হুমকি দিলেও তা কখনোই বাজবে না।
“তাদের (বিএনপি) বক্তব্য থেকেই প্রতীয়মাণ হচ্ছে, বিএনপি হেরে যাচ্ছে। তাদের কথাবার্তার সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের কথায় ভোটাররাই ভাবছে যে তাদের প্রার্থী হেরে যাচ্ছে। ”
শনিবার সকাল ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ শুর হয়।

চলবে বিকাল ৪টা পর্যন্ত।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থীর সমর্থকদের হয়রানির অভিযোগ আনেন আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দল সমর্থকদের বিরুদ্ধে।
তিনি বলেন, “সরকার গাজীপুর নির্বাচনে জনমতকে বদলে দেয়ার নীল নকশার ষড়যন্ত্র করছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই নির্বাচনে কোনো কারচুপি হলে- তার দায়-দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। ”
অন্যদিকে তোফায়েল বলেন, “নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ হচ্ছে।

সত্য আড়াল করতে বিএনপি সিদ্ধহস্ত। অসত্য কথা বলতে বিএনপি ক্লান্ত হয় না। ”
বিএনপি ‘যতো পরিকল্পনাই করুক’ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারবে না বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।
তোফায়েল বলেন, “সিটি কর্পোরেশন নির্বাচন যেভাবে হয়েছে আগামী জাতীয় নির্বাচনও সেভাবে হবে। গোলযোগ করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে পারবে না।


গাজীপুরে ফলাফল বদলের চেষ্টা হলে সরকারের ‘মৃত্যু ঘণ্টা’ বাজবে- বিএনপি নেতাদের এমন হুমকির জবাবে আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, “উনারা ঘণ্টা বহুবার বাজিয়েছেন। ঈদের পর, পূজার পর, এসএসসি পরীক্ষার পর, ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিয়ে বহুবার ঘণ্টা বাজিয়েছেন। ঘণ্টা উনারা বাজাবেন, কিন্তু ঘণ্টা বাজবে না। ”
আওয়ামী লীগের দাবি, সিইসি কাজী রকিবউদ্দীন আহমেদ ‘নিরপেক্ষভাবেই দায়িত্ব পালন করছেন।
“উনি বিএনপি-আওয়ামী লীগ দুই আমলেই সরকারের উচ্চ পদে আসীন ছিলেন।

এই নির্বাচন কমিশন আজিজ মার্কা কমিশন নয়। তারা চাইলে নির্বাচনে সেনা মোতায়েন হবে।
“আওয়ামী লীগ নির্বাচনে হেরে গেলে বলা হয় জনপ্রিয়তা ধসে গেছে। আর জিতলে বলা হয় কারচুপি হয়েছে। আমরা করবোটা কি”, প্রশ্ন রাখেন তিনি।


অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
 

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।