আমাদের কথা খুঁজে নিন

   

ভাল লেখা মন্দ লেখা

বাংলায় কথা বলি,বাংলায় লিখন লিখি, বাংলায় চিন্তা করি, বাংলায় স্বপ্ন দেখি। আমার অস্তিত্ব জুড়ে বাংলা ভাষা, বাংলাদেশ। অনেক দিন পর আবার ব্লগ এলাম। কাজের চাপ বেড়ে যাওয়ায় আগের মতো আর ব্লগে আসা হয় না। এক সময় দিনের ১৮ ঘন্টাই ব্লগ থাকতাম।

ব্লগারদের পোস্ট পড়তাম। অনেক সুন্দর সুন্দর মন্তব্য পড়তাম। এমনও দেখছি যে, পোস্টের চেয়ে মন্তব্যই অনেক বড় আর আকর্ষণীয়। এখন আর আগের মতো সুন্দর পোস্ট দেখি না। ভাল লেখকরা ব্লগে আসবেন না - এটা জানাই কথা।

কারণ ব্লগের সব লেখাই তো ফাউ। যারা একটু ভাল লিখতে পারেন তারা চান তাদের লেখা পত্রিকায় আসুক। বই বের হোক। নামী লেখক হয়ে গেলে তো আর কোন কথাই নেই। আমি ব্লগে আসি ।

কারণ এখানে মত প্রকাশের অবারিত সুযোগ। এটা কোথায় পাব? তবে আমার সমস্যা আর লেখার মান অনেক খারাপ। আমার লেখা কেউ পড়তে চায় না। যখন দেখি আমার কোন পোস্ট মাত্র ১০/১১ জন পড়েছে তখন মনে হয় এর চেয়ে দলিল লেখক হলেই তো ভাল হত। আমার মনে আছে, আমি যখন নাইনে উঠি তখন আমার এলাকার এক মুরুব্বী আমাকে বলেছিলেন- কোন ক্লাসে উঠলা, মিয়া? স্কুল পর্যায়ে নাইন অনেক উচু ক্লাস।

নাইনে উঠলে অন্য রকম ভাব চলে আসে। আমার মধ্যেও মনে হয় খানিকটা ভাব চলে এসেছিল। তাই বললাম- নাইনে পড়ি। দলিল পড়তে পার মিয়া?? দলিল পড়তে পারাটা ছিল অনেক বড় একটা কঠিন কাজ। দলিলের লেখা মানেই জটিল হাবি-জাবি টাইপ কিছু একটা।

এমন বাজে লেখা খুব কম লোকই পড়তে পারে। যে ছেলে দলিলের মতো জটিল আর বাজে লেখা পড়তে পারে সে তো অবশ্যই অনেক ভাল ছাত্র। তার নাইনে উঠা সার্থক। আমি নাইনে উঠলেও দলিল পড়তে পারিনি। এখন মনে হয় দলিল টাইপ করে তৈরী করা হয়।

তবে ডাক্তারদের প্রেসক্রিপশন পড়তে পারাটা এখনো অনেক বিদ্বান লোকের কাজ। আজ পর্যন্ত পড়তে পারা যায় এমন প্রেসক্রিপশন আমি খুব একটা দেখিনি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।