আমাদের কথা খুঁজে নিন

   

ভুল করিনি: এরশাদ

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে শেষ মুহূর্তে সরকারি দলের আজমত উল্লা খানকে সমর্থন দেয়া নিয়ে অসন্তষ্ট কর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।
গত ৬ জুলাই অনুষ্ঠিত এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আজমতকে এক লাখের বেশি ভোটে হারতে হয়েছে বিএনপির এম এ মান্নানের কাছে।
মহাজোট শরিক জাতীয় পার্টির এক নেতা মেয়র পদে প্রার্থী হলেও দলের সিদ্ধান্তে পরে সরে দাঁড়ান। কাউকে সমর্থন দেব না বললেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টান এরশাদ।
তিনি বলেন, কোনো চাপে তিনি সরকারি দলের প্রার্থীকে সমর্থন দেননি।

দলের স্বার্থ বিবেচনায় নিয়েই ওই সিদ্ধান্ত নেন তিনি।
“আমি একাই সিদ্ধান্ত নিয়েছি, যা করেছি সচেতনভাবেই করেছি। কেন নিয়েছি তা এখন বলতে পারব না, সঠিক সময়ে তোমরা সেটা বুঝতে পারবে। ”
এই সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ কর্মীদের উদ্দেশে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “আমি যা জানি, তোমরা তা জান না, আমি যা দেখি তোমরা তা দেখ না। আমি কোনো ভুল করিনি।


রাজধানীর লেইক শোর হোটেলে দলের গবেষণা ও কৌশল নির্ধারণ বিভাগের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন এরশাদ।
অনুষ্ঠানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, গবেষণা বিভাগের সভাপতি ববি হাজ্জাজ বক্তব্য রাখেন।
‘ইমরান, হু আর ইউ?’
সরকারের জনপ্রিয়তা কমার জন্য গণজাগরণ মঞ্চের আন্দোলনকে দায়ী করেছেন মহাজোটের নেতা এরশাদ।
তিনি বলেন, “সরকারকে আগেই সাবধান করেছিলাম, শাহবাগ চত্বর বন্ধ করুন। আজ পর্যন্ত পৃথিবীর কোথাও জাজমেন্ট চেঞ্জ হয়নি।

বিচার হয়ে যাওয়ার পর আইন পরিবর্তন হয়নি।
“যখন গণজাগরণ মঞ্চ হল, তখন আমি ইমরানকে (ইমরান এইচ সরকার) জিজ্ঞাস করেছিলাম, ইমরান, হু আর ইউ? তুমি কি বঙ্গবন্ধু হতে চাও? সে কোনো উত্তর দিতে পারেনি। ”
ক্ষমতাসীন জোটের অংশীদার হলেও নিজেকে সরকারের সবচেয়ে বড় সমালোচক বলে দাবি করেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
“৬ বছর কারাগারে ছিলাম। অনেক নির্যাতন সয়েছি, কিন্তু কোনোদিন চুপ করে বসে থাকিনি।

বর্তামান সরকারের সবচেয়ে বড় সমালোচক আমিই। আমার চেয়ে বেশি সমালোচনা কেউ করেনি। ” এখন মহাজোটে থাকলেও আগামী নির্বাচন এককভাবে করার ঘোষণা রয়েছে এরশাদের এবং এককভাবে সরকার গঠনের বিষয়েও আশাবাদী তিনি।  
“আমি বলেছি, লেজুড়বৃত্তি করব না। যদি পারি তো একা দাঁড়াব, না পারলে ধ্বংস হয়ে যাব।

আই অ্যাম এ সোলজার অ্যান্ড আই অলওয়েজ বি এ সোলজার। আমার প্রতিটি পদক্ষেপ হিসেব করা। ইনশাল্লাহ আমি করে দেখাব। ”
“জীবনের শেষ প্রান্তে আমি দেখে যেতে চাই, জাতীয় পার্টি ক্ষমতায় রয়েছে। ”
‘জাতীয় পার্টি গণতন্ত্র ফিরিয়ে আনবে’
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক এরশাদ নিজেকে দেশের একমাত্র ‘গণতান্ত্রিক’ রাজনীতিবিদ হিসেবে দাবি করেন।


“আমি একমাত্র সামরিক শাসক যে গণতান্ত্রিকভাবে পদত্যাগ করেছিলাম। জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে আবার গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবে। বিকজ উই বিলিভ ইন ডেমোক্রেসি। ”
নিজের শাসনামলে দেশের ‘সুসময়’ ছিল দাবি করে তিনি বলেন, “তখন চাঁদাবাজি ছিল না, টেন্ডারবাজি ছিল না। এখন একজন পাতি নেতার কথায় ওসি বদলি হয়ে যায়, ডিসি বদলি হয়ে যায়।


সামরিক সরকারবিরোধী আন্দোলনের বহু কর্মীকে হত্যার জন্য যাকে দায়ী করা হয়, সেই এরশাদ দাবি করেন, তার শাসনামলে রাজনৈতিক সহিংসতায় সবচেয়ে কম মানুষ মারা গেছে।
বাংলাদেশের যাবতীয় অবকাঠামোগত উন্নয়ন জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালেই হয়েছিল বলে দাবি করেন তিনি।
“আমি কী করেছি, তা বিশদভাবে বলতে গেলে প্রচুর সময় লাগবে। ঢাকা শহরে ৪৮টি কাজ করেছি, তা বলতেও তো ৪৮ মিনিট সময় লাগবে। ”
দেশে বিদ্যমান সংসদীয় গণতন্ত্র ব্যর্থ হয়েছে দাবি করে রাষ্ট্রপতি শাসিত শাসন ফিরিয়ে আনার দাবিও করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।


“আমেরিকার সরকার ব্যাবস্থা রাষ্ট্রপতি শাসিত। সেখানে কি গণতন্ত্র নেই?”
প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবি তুলে তিনি বলেন, তাহলে বৈষম্য, অশান্তি দূর হবে।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।