আমাদের কথা খুঁজে নিন

   

ইইউ দেশগুলোতে হৃদরোগে মৃত্যুহার কমেছে

স্থূলতা ও ডায়াবেটিস বেড়ে গেলেও ইউরোপের অধিকাংশ দেশেই সব বয়সের নারী-পুরুষের মধ্যে ধীরে ধীরে কমে এসেছে হৃদরোগে মৃত্যুর হার।
তবে এতেই আত্মতুষ্ট হওয়ার কিছু নেই বলে সতর্ক করেছেন গবেষকরা। কারণ ইউরোপজুড়ে এখনো বিভিন্ন দেশে হৃদরোগে মৃত্যুহারে তারতম্য আছে।
করোনারি হৃদরোগ যুক্তরাজ্যের সবচেয়ে বড় প্রাণঘাতী রোগ। প্রতি পাঁচজনে একজন পুরুষ এবং প্রতি আটজনে একজন নারী এই রোগে মারা যায়।


‘ইউরোপিয়ান হার্ট জার্নালে’ প্রকাশিত এ গবেষণা প্রতিবেদনে বলা হয়, সার্বিক ভাবে বিবেচনা করা হলে দেখা যায়, মৃতের সংখ্যা কমেছে। ব্রিটিশ হেলথ ফাউন্ডেশনের অর্থায়নে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি দল এই গেবেষণা চালিয়েছে।
গবেষণায় বয়সের হিসেবকে চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। ৪৫ বছরের নিচের দিক থেকে শুরু করে ৪৫ থেকে ৫৪ বছর, ৫৫ থেকে ৬৪ বছর এবং ৬৫ থেকে উপরের বয়সীদের মধ্যে পৃথক এই গবেষণা চালানো হয়। গবেষণায় বিশেষ কয়েকটি দেশের ক্ষেত্রে এবং বয়সের ক্ষেত্রে মৃতের হারের মধ্যে তারতম্য লক্ষ্য করা গেছে।


আগামী দিনগুলোতে ডায়াবেটিস, স্খূলতা এবং অতিরিক্ত ধূমপানের কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও সতর্ক করেছে গবেষক দল।
দলের প্রধান ডা. মিলেনিয়া নিকোলস বলেন, “কিছু কিছু দেশের চিত্র যে উদ্বেগের তা এখন স্পষ্ট। যেখানে কিছু কিছু দেশে করোনারি হার্ট ডিজিজে (সিএইচডি) মৃতের সংখ্যা কমেছে আবার কিছু দেশে এর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছেও। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।