আমাদের কথা খুঁজে নিন

   

নামহীন শহর

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য টেক্সাসে শত শত শহর রয়েছে এবং এসব শহরের নামগুলোর পেছনে রয়েছে মজার ইতিহাস। এক গবেষক জানিয়েছেন, ১৮৮০ সালে নামকরণ নিয়ে জটিলতার একপর্যায়ে একটি শহরের নাম রাখা হয় নেইমলেস (অনামিকা!)। শহরের বাসিন্দারা একের পর এক নাম জমা দিলেও স'ানীয় পোস্ট মাস্টারের কোনোটাই পছন্দ হচ্ছিল না। একপর্যায়ে তারা শহরটির নাম নেইমলেস রাখার সিদ্ধান্ত নেন এবং সেটাই বলবৎ হয়ে যায়। কেউ কেউ আবার তাদের শহরের নাম রাখে আটলান্টা, ডেট্রোয়েট, প্যারিস, কার্থেজ ইত্যাদি। হ্যাপি, জয়, ইউটোপিয়া, প্যারাডাইজ, ইডেন, প্লাসিড, প্রসপার ও লয়াল ভ্যালির মতো নামও রাখা হয় কয়েকটি শহরের। সূত্র : ইউপিআই। and DailyNayadiganta

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।