আমাদের কথা খুঁজে নিন

   

দূষিত পানি পরিশুদ্ধ করতে এবার কলার খোসা

দ্য বেঙ্গলি টাইমস ডটকম ডেস্ক নদীর পানিতে মিশে থাকা বিষাক্ত সীসাসহ অন্যান্য রাসায়নিক পদার্থ বা যে কোনো ধরনের দূষিত পানি পরিশুদ্ধ করতে পারে কলার খোসা। পানিতে দ্রবীভূত ভারী ধাতব পদার্থ সরিয়ে সেই পানি ব্যবহার উপযোগী করে তোলে কলার খোসাই। গবেষণার ফল প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের কেমিক্যাল সোইসাইটি সাময়িকীতে। ব্রাজিলের ইনস্টিটিউট দো বায়োসিনসিয়াস দো বটুক্যাটু-এর গবেষকরা জানিয়েছেন, পানি পরিষ্কার করার অনেক পদ্ধতি থাকলেও এই পদ্ধতিটি যেমন সহজ তেমনি খরচও কম। এই পদ্ধতিতে পানি থেকে খুব সহজেই তামা এবং সীসা সরিয়ে ফেলা যায়।

কলার খোসা পানি পরিষ্কার করতে টানা এগারোবারেরও বেশি ব্যবহার করা যায়। এতবার ব্যবহারেও এর পরিষ্কারক ক্ষমতা কমে না। নদীর পানিসহ শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্য পানিকে পরিষ্কার করতে কলার খোসা ব্যবহার করা যাবে। তবে, বাড়িতে এই পদ্ধতিতে পানি শুদ্ধ করে না পানেরই পরামর্শ দিয়েছেন গবেষকরা। কলার খোসা বিভিন্ন কাজেই লাগতে পারে।

এটি ত্বকের জন্য যেমন উপকারী, তেমনি জুতা পরিষ্কারসহ এই কলার খোসা ব্যবহার করে কাগজ পর্যন্ত তৈরি করা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা কলার খোসার সবচেয়ে উপযোগী কাজ করার ক্ষমতাটিই উদ্ভাবন করেছেন। তথ্যসূত্র- Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.