আমাদের কথা খুঁজে নিন

   

‘উই উইল শো হিম, হাউ ফার উই ক্যান গো.

আই উইল ট্রাই টু ফাইন্ড আউট দ্যা এক্স ফ্যাক্টর ;) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সংবাদমাধ্যমে করা একটি মন্তব্যের প্রসঙ্গে হাইকোর্ট বলেছেন, তাকে প্রয়োজনে আদালতের কাঠগড়ায় এনে দাঁড় করানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল বাতিল ও নতুন পরীক্ষা নেওয়ার ঘোষণার প্রতিবাদে করা একটি রিটের শুনানিকালে আদালত এ কথা বলেন। বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে রিটকারীদের পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ সংবাদ মাধ্যমে প্রকাশিত ড. আরেফিন সিদ্দিকের একটি মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরলে তার পরিপ্রেক্ষিতে এ বক্তব্য উঠে আসে। ওই মন্তব্যে অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, `ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এর বিষয়ে আদালতের হস্তক্ষেপ কাম্য নয়, যে শিক্ষার্থীরা এখনো বিশ্ববিদ্যালয়ে ভর্তিই হয়নি তাদের এ ধরনের কর্মকা- শৃঙ্খলা বিরোধী।

` আইনজীবীর পক্ষ থেকে আদালতে এ তথ্য উপস্থাপনের পর বিচারপতি এএইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘উই উইল শো হিম, হাউ ফার উই ক্যান গো... প্রয়োজনে তাকে এখানে এনে দাঁড় করাতে পারি। ’ তিনি আরও বলেন, ‘আমরা তার মতো ডক্টরেট প্রাপ্তের ও সর্বোচ্চ বিদ্যাপীঠের ভিসির কাছ থেকে আরও সিভিলাইজড বিহেভিয়ার আশা করেছিলাম। এতগুলো ছেলে মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নেই। ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী মেসবাহ উদ্দিন আহমেদ এসময় আদালতকে বলেন, `উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিক এ ধরনের কোনো মন্তব্য করেন নি। বরং তিনিই আমাদের বার বার বলেছেন এটি একটি বিচারাধীন বিষয় এ নিয়ে কথা বলা উচিত হবে না।

` এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম আদালতকে বলেন, `ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির এ ধরনের কথা বলার কথা নয়, এটি মিস কোটেশন হতে পারে। ` তার এ বক্তব্যের পর আদালত বলেন, `আমরা আপনার কথা মেনে নিচ্ছি কিন্তু ভবিষ্যতে কোনো বক্তব্যের ক্ষেত্রে এ ধরনের মন্তব্য যাতে সংবাদ মাধ্যমে না আসে সে বিষয়টি আপনাকে দেখতে হবে। ` লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।