আমাদের কথা খুঁজে নিন

   

দুই মন্ত্রী নিশ্চিত

অতি সাধারণ....প্রধানমন্ত্রী হলে দেশটারে সাজাইতাম ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীনতার পর থেকে অধিকাংশ সংসদে প্রতিনিধিত্বকারী সুরঞ্জিত সেনগুপ্ত প্রথমবারের মতো মন্ত্রী হতে চলেছেন। মন্ত্রিসভায় যোগ হচ্ছেন ওবায়দুল কাদেরও। সোমবার রাতেই বঙ্গভবনে নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান। এর আগে দুপুর থেকে নতুন মন্ত্রী হিসেবে বিভিন্ন জনের নাম আলোচনায় উঠে আসে। তবে সরকারের দায়িত্বশীল সূত্র নতুন মন্ত্রী হিসেবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত ও সভাপতিমণ্ডলীর সদস্য কাদেরের নাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে।

সুরঞ্জিত আওয়ামী লীগের আগের সরকারের আমলে মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন। ওবায়দুল কাদের ছিলেন যুব, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী। বর্তমান মন্ত্রীদের মধ্যে কয়েকজনের বাদ পড়ার খবর শোনা গেলেও সূত্র জানায়, বর্তমান মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়ছেন না, তবে কয়েকজনের দপ্তর পরিবর্তন হচ্ছে। দুপুর থেকে মন্ত্রিসভা স¤প্রসারণের খবর শোনা যাওয়ার প্রেক্ষাপটে বঙ্গভবনে যোগাযোগ করা হলে রাষ্ট্রপতির প্রেসসচিব নেছারউদ্দিন ভূঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টায় নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সে প্রস্তুতি নেওয়া হয়েছে।

নবম সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভের পর ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, গঠন করেন ৩২ সদস্যের মন্ত্রিসভা। এর ১৮ দিন পর মন্ত্রিসভায় আরো ছয় জন যোগ হন। বর্তমান হাসিনা সরকারে পূর্ণ মন্ত্রীদের মধ্যে আওয়ামী লীগ নেতারা হলেন- মতিয়া চৌধুরী, আবুল মাল আবদুল মুহিত, একে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, শফিক আহমেদ, রাজিউদ্দিন আহমেদ রাজু, সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হীরা, আবুল কালাম আজাদ, আ ফ ম রুহুল হক, দীপু মনি, আফছারুল আমীন, আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, ফারুক খান ও রমেশচন্দ্র সেন। মন্ত্রী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়–য়া। প্রতিমন্ত্রীরা হলেন- হাছান মাহমুদ, শামসুল হক টুকু, আব্দুল মান্নান খান, মো. মোতাহার হোসেন, জাহাঙ্গীর কবির নানক, মো. কামরুল ইসলাম, মো. শাহজাহান মিয়া, মাহবুবুর রহমান, মুস্তাফিজার রহমান ফিজার, দীপঙ্কর তালুকদার, এ বি তাজুল ইসলাম, মুন্নুজান সুফিয়ান, আহাদ আলী সরকার ও ইয়াফেস ওসমান।

প্রথম দফায় তানজিম আহমেদ (সোহেল তাজ) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও পরে তিনি পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/বিএম/এসইউএম/এমআই/১৮৩০ ঘ.  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।