আমাদের কথা খুঁজে নিন

   

অনুগল্প:অবগাহন

অমূলক বৃথাই সব প্রচেষ্টা,ভ্রান্ত বিকল মস্তিষ্কে! ছবি:আমার তোলা বদি সাহেব বাড়ি থেকে বের হয়ে উটকো ঝামেলায় জড়িয়ে পড়লেন । কোত্থেকে এক লোক দৌড়ে এসে তার পা জড়িয়ে ধরে তাকে বাঁচানোর আকুতি করতে থাকল । তিনি কিছু বুঝে উঠার আগেই তার পাড়ার কিছু পরিচিত লোক ঐ লোকটাকে মারধোর করতে লাগলো। তিনি ব্যাপার সামাল দিতে দিতে লোকটির উপর দিয়ে মোটামুটি ঝড়ই বয়ে গেল। তিনি কাউকে কিছু জিজ্ঞাসা না করেই তিনি লোকটা তার বাড়িতে নিয়ে গেলেন এবং তার সেবা করতে বললেন।

এখন ব্যাপারটা তার কাছে মানসিক পীড়ার মত আঘাত করতে লাগল। পরিচিতজনদের এ রকম আচরন তার কাছে খারাপ লাগছে । তিনি লোকটার নাম জানলেন হাবিব। হাবিবকে বদি সাহেব ঘটনা কি জিজ্ঞাসা করলে সে হড়হড় করে সব বলে যেতে লাগল। এটা নিয়ে বদি সাহেবের অস্বস্তি বাড়তে লাগল।

তিনি হাবিবের বিলাপের মত কথা থেকে যা উদ্ধার করলেন তাতে তার মানসিক পীড়া আরও বাড়ল । অসুস্থ একজন মানুষকে কেউ এভাবে মারতে পারে তা তার কল্পনা করতেও কষ্ট হচ্ছে। মানসিক রোগিরা কখন কি করে তা তারও ধারনায় নেই। ঢাকার মানুষরা আসলেই দিন দিন পাষান হয়ে উঠছে। যে রোগি তার বউ, বাচ্চাকে খুঁজসে, তাও তারা মারা গেছেও ভুমিকম্পে দালানের নিচে চাপা পরে, তাকে মারধর করার কি আছে????? সেই রাতটা বদি সাহেবরা হাবিবকে সেবা করে কাটালেন।

পরের দিন হাবিব তার পরিবারকে খোঁজার জন্য পাগল হয়ে উঠল। বদি সাহেবের কিই বা করার আছে ? তিনি কি করে হাবিবকে আটকাবেন? হাবিব পাগলের মত বাড়ি থেকে বের হয়ে গেল। বদি সাহেব তার পিছু পিছু গিয়ে তার চলে যাওয়া দেখলেন। তারপর দীঘশ্বাস ফেলে বাড়ি ফিরে গেলেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।