আমাদের কথা খুঁজে নিন

   

এখন বিনিয়োগকারীদের দায়িত্ব: মির্জ্জা আজিজ

পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের ধৈর্য ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তার মতে, বাজার চাঙা করতে সরকারের যা যা করার ছিলো, তা হয়েছে। “এখন বাজার স্বাভাবিক করার দায়িত্ব বিনিয়োগকারীদেরই নিতে হবে,” বলেন তিনি। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসির সাবেক চেয়ারম্যান মির্জ্জা আজিজ আশা করছেন, ডিসেম্বরের পর পুঁজিবাজার স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে। পুঁজিবাজার প্রণোদণায় সরকার একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণার পর রোববার ব্যাপক দরপতনের পর সোমবার লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটেই ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১০০ পয়েন্টের বেশি পড়ে যায়।

এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মির্জ্জা আজিজ বিডিনিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এত কিছুর পর বাজারে কেন দরপতন হচ্ছে, তা আমার কাছে বোধগম্য নয়, এ কোনো ব্যাখ্যাও নেই। ” “বিনিয়োগকারীরা যদি ভেবে থাকেন, একদিনেই তাদের সব ক্ষতি পুষিয়ে যাবে, তাহলে ভুল করবেন। ধৈর্য ধরতে হবে। আমি এটা বলতে পারি, বর্তমানে মৌলভিত্তিক (ফান্ডামেন্টাল) অনেক শেয়ারের দাম অনেক নিচে নেমে এসেছে। সেগুলোতে বিনিয়োগ করলে ভালো মুনাফা পাওয়া যাবে,” বিনিয়োগকারীদের প্রতি তার পরামর্শ।

মির্জ্জা আজিজ বলেন, “এখন আর সরকারের করার কিছু নেই। বাজার ঠিক করতে বিনিয়োগকারীদেরই দায়িত্ব নিতে হবে। গুজবে কান না দিয়ে বুঝে-সুজে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদের একটা বিষয় মনে রাখতে হবে, শেয়ারবাজার বিনিয়োগের জায়গা, স্বল্প সময়ে টাকা বানানোর জায়গা নয়। দেখে-শুনে বিনিয়োগ করলে এখান থেকে কিছু না কিছু লাভ হবেই।

” বিনিয়োগকারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আমার মনে হয়, ডিসেম্বরের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করবে। বছর শেষ হওয়ার পর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নতুন পরিকল্পনা নিয়ে বাজারে বিনিয়োগ শুরু করবে। ২০১১ সালের লভ্যাংশও ঘোষণা করবে প্রতিষ্ঠানগুলো। তখন বাজার স্বাভাবিক হতে শুরু করবে। ” “শেয়ারবাজারে উত্থান-পতন থাকবেই।

এ বিষয়টি বিবেচনায় রেখেই বিনিয়োগকারীদের বিনিয়োগ করতে হবে। সময় নিয়ে বিনিয়োগ করতে হবে,” বলেন মির্জ্জা আজিজ। তিনি বলেন, “আজ (সোমবার) ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক প্রায় ১২৫ পয়েন্ট কমে গিয়েছিল। কিন্তু পরে অবশ্য বাজারের অবস্থা ঠিক উল্টো হয়েছে। ” তার মতে, গুজবে কান দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের অনেকে শেয়ার বিক্রি করে দিতে শুরু করে।

ফলে বিক্রির চাপ বেড়ে যায়, এতে স্বাভাবিক নিয়মেই দর পড়ে যায়। রোববারের দরপতনও গুজবের কারণেই হয়েছে বলে মনে করেন এসইসির সাবেক চেয়ারম্যান। উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার রাখা বাধ্যতামূলক করার কারণে কারসাজি করে বাজার নিচের দিকে রাখা হচ্ছে বলে সাধারণ বিনিয়োগকারীদের অনেকে অভিযোগ তুলেছেন। এ বিষয়ে মির্জ্জা আজিজ বলেন, “আমার কানেও এ অভিযোগ এসেছে। যে সব প্রতিষ্ঠানের উদ্যোক্তা পরিচালকদের ৩০ শতাংশের কম শেয়ার আছে, তারা কম দামে শেয়ার কিনতে এ ধরনের কারসাজির আশ্রয় নিতেই পারে।

এসইসিকে এ ক্ষেত্রে কঠোর হতে হবে। ” কেউ কারসাজি করলে দ্রুত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, বলেন তিনি। Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।