আমাদের কথা খুঁজে নিন

   

একটা সহজ জ্যামিতিক সমস্যা সমাধান করুন। হয়তো নোংরা রাজনীতির আউটপুট গুলির যন্ত্রনা কিছুক্ষনের জন্য ভুলে থাকতে পারবেন।

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। আমাদের দেশের নোংরা রাজনীতির আউটপুট দেখে মাথা যখন খারাপ হবার অবস্থা তখন একটা জ্যামিতিক সমস্যা সমাধান করে মাথাটা কে আরেকটু খারাপ করে নিন। মনে করুন আপনার কাছে 4 টি কাঠি A,B,C ও D আছে।

ঐ লাঠি গুলো দিয়ে নিচের বাম পাশের চিত্রের মতো একটা নিদৃস্ট গঠন তৈরি করে দিলাম। এখন মূল প্রশ্নটা হচ্ছে "আপনি A,B,C ও D লাঠি গুলোর মধ্যে শুধুমাত্র যেকোন দুটি লাঠিকে সরিয়ে অন্যত্র কোথাও বসিয়ে একই রকম গঠনের অথবা উপরের চিত্রের ডান পাশের যে তিনটি চিত্র X,Y,Z দেয়া আছে তার যেকোন এক রকম একটা গঠন তৈরি করবেন। শর্ত: 1.শুধুমাত্র যে কোন দুটি লাঠি অন্যত্র স্থাপন করতে পারবেন কোন ভাবেই দুই এর অধিক লাঠি স্পর্শ করা যাবে না। 2. চিত্রের বাম পাশের ছবিতে থাকা লাল ক্রস চিহ্নিত স্থানে অর্থ্যাৎ ঐ গঠনের উপরের অংশে কোন লাঠি স্থাপন করা যাবে না। এছাড়া অন্যত্র যেকোন অংশে লাঠি স্থাপন করে সমাধান করতে পারবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।