আমাদের কথা খুঁজে নিন

   

শপথ সম্পন্ন: আনুষ্ঠানিকতায় অনাগ্রহী আইভী

বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিজয়ী মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ও কাউন্সিলররা আজ রোববার শপথ নিয়েছেন। রোববার দুপুরে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠান হয়। নির্বাচিত ২৭ কাউন্সিলর ও নয়জন সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের শপথ করান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে মেয়র ডা. সেলিনা হায়াত আইভীকে শপথ গ্রহণ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শপথ সামনে রেখে নিজের অনুভূতি জানাতে গিয়ে বার্তা২৪ ডটনেটকে আইভী রোববার সকালে জানালেন, এ শপথের জায়গায় তাকে যারা পাঠিয়েছেন সেই ভোটারদের কাছেই তার কাজ।

ভবিষ্যতের প্রতিটি কর্মদিবস তিনি কাজেই ব্যায় করবেন। কাজ ফেলে রেখে কোনো আনুষ্ঠিকতা পালনে তিনি আগ্রহী নন। ডা. আইভী বলছিলেন, রোববার শপথ গ্রহন করলেও দায়িত্বে নেবেন ১ ডিসেম্বর, বিজয়ের মাসের প্রথম দিনে। দায়িত্ব গ্রহণে কোন আনুষ্ঠানিকতা নয়, যেভাবে পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব ছেড়ে দিয়ে পায়ে হেঁটে শহরের দেওভোগের বাড়ি থেকে ফিরেছেন, একইভাবে পায়ে হেঁটে সিটি কর্পোরেশনে গিয়ে মেয়রের দায়িত্ব নেবেন। সকালে বার্তা২৪ডটনেটকে ডা. আইভী জানান, ‘‘কাজ ফেলে রেখে কোনো আনুষ্ঠানিকতা পালনে আমি আগ্রহী নই।

দীর্ঘ আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন শেষে গত ২৭ জুন বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়ে তাদের কাছে আট বছরের আয়-ব্যয়ের হিসাব দিয়ে দায়িত্ব বুঝিয়ে পায়ে হেঁটে বাসায় চলে আসি। এখন নারায়ণগঞ্জবাসী আমাকে সিটি মেয়রের দায়িত্ব দিয়েছে। পহেলা ডিসেম্বর সকালে বাসা থেকে পায়ে হেঁটেই নগর ভবনে যাবো অফিস করতে। আগামী পাঁচ বছরে প্রতিটি কর্মদিবসকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। ’’ তিনি বলেন, ‘‘সিদ্ধিরগঞ্জ বন্দরে অনেক সমস্যা।

শহরে পার্ক নির্মাণ শেষ করাসহ আরো অনেক কাজ বাকী আছে। নাগরিকরা প্রতিটি ওয়ার্ডে অগ্রাধিকার ভিত্তিতে যেসব কাজ চায় সেগুলি চিহ্নিত করে আগে করা হবে। সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই যাবতীয় কর্মপন্থা নির্ধারণ করবো। ’’ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।