আমাদের কথা খুঁজে নিন

   

গান বিশ্লেষন - ঈর্ষা, তাহসান ।

বেশিদিন আগে না, এইতো কয়েক বছর আগেও একটা সময় ছিল যখন কোন ইয়াং মেয়েকে যদি প্রশ্ন করা হত আপনার প্রিয় গায়ক কে? মেয়েটি ডিজুস স্টাইলে অতিরিক্ত শুদ্ধভাষায় জবাব দিত - "তাহহছান"। মিথিলাকে বিয়ে এবং হালের অন্যান্য শিল্পিদের আগমনে মেয়েদের মার্কেটে সুদর্শন তাহসানের বাজার কিছুটা কমে যায়। তাহসানের প্রথম দিকের কয়েকটা গান খুবই হিট করে এবং এর মাঝে অন্যতম হচ্ছে ঈর্ষা। প্রথমদিকে এই গানটা আমিও অনেক শুনেছি। ভালই লাগত খুব, ইভেন এখনও লাগে।

তাই আজকে ঠিক করলাম গানটার ব্যাখ্যা করলে কেমন হয়। আসলে গায়ক এ গানের মাধ্যমে কি বুঝাতে চেয়েছেন তা আমি খুব সহজ ভাষায় বিশ্লেষন করার চেষ্টা করব। দুরে তুমি দাড়িয়ে .. সাগরের জলে পা ভিজিয়ে .. কাছে যেতে পারিনা, বলতে আজ পারিনা.. তুমি আমার এখনও। এখানে গায়ক কি বুঝাতে চেয়েছেন? গানের নায়কের সাবেক প্রেমিকা সাগরের কুল ঘেষে দাড়িয়ে আছেন এবং নায়ক তা দূর থেকে চেয়ে চেয়ে দেখছেন। তাদের ব্রেকআপ হয়েছে কোন একটা কারনে, সেটা আমরা জানিনা।

কিন্তু নায়ক এখনও কেন তার সাবেক প্রেমিকার কাছে যেতে চাচ্ছে? ভালোবাসার কথা বলতে চাচ্ছে? তাহলে বুঝা যাচ্ছে গায়ক আসলে ব্রেকাআপ করেননি, করেছেন তার সাবেক প্রেমিকা। গায়ক এখনও হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। সামনে তুমি দাড়িয়ে.. কারও হাত জড়িয়ে.. হাতটা ধরতে পারিনা, কাছে টানতে পারিনা.. তোমার হাতে আজ অন্য কেউ। উপরের কয়েকটা লাইনের মাঝে মোটামোটি পরিষ্কারভাবে বুঝা যাচ্ছে প্রেমিকার বিয়ে হয়ে গেছে এবং সে তার স্বামীকে নিয়ে সাগর সৈকতে বেড়াতে এসেছে। খুব সম্ভবত হানিমুন।

কিন্তু নায়ক কেন তার প্রেমিকাকে অনুসরণ করে এতদূর এসেছেন ? উপরের কয়েকটা লাইনে আরও বুঝা যায় নায়ক এখনও তার সাবেক প্রেয়সীর হাতটা আবারও ধরতে চান, কাছে টেনে জড়িয়ে ধরতে চান। কিন্তু অন্যের বিবাহিতা স্ত্রীকে কেন তিনি কাছে টানতে চাচ্ছেন এটা আসলে বুঝতে পারছি না। ওয়েল, লাভ ইজ ব্লাইন্ড। আর গানের নায়ক তো এখনও তাকেই ভালোবাসে। আর ভালোবাসার মানেই তো হল কাউকে কাছে পাওয়ার ইচ্ছা, ছুয়ে দেখার ইচ্ছা।

সাগরের পাড়ে হাত ধরে দেখছ, সূর্যডোবা... আমি নেই। এখনও বৃষ্টি পরে তোমার মাঝে.. সে বৃষ্টির ফোটা আমি নই। গানের নায়িকা তার স্বামীর হাত ধরে সূর্যডোবা দেখছে, কিন্তু নায়ক সেখানে মনে মনে নিজেকে কল্পনা করছে। বাস্তবে ফিরতেই নায়ক বুঝতে পারেন যে আসলে সে সেখানে নেই। তখন তার আগের কথা মনে হয়।

তারা মনেহয় একাধিকবার একসাথে বৃষ্টিতে ভিজেছে। কোথায় কিভাবে ভিজেছে তা অনুমান করা যাচ্ছেনা। তবে বুঝা যাচ্ছে যে, বৃষ্টি হলে নায়িকা আগে তাকে অনেক মিস করত। হয়ত এসএমএস করত - ইটস রেইনিং, আই অ্যাম মিসিং ইয়া XxX । জানালার পাশে দাড়িয়ে তাকিয়ে আকাশে.. সেখানে চাদটা নেই।

এখনও বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই। উপরের কয়েক লাইন থেকে বুঝা যাচ্ছে নায়ক তার হোটেলের জানালার পাশে দাড়িয়ে আছে। আকাশ মেঘলা, আকাশে চাদ নেই। হয়ত ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। নায়ক আবারও পুরানো স্মৃতিতে ফিরে যায়।

তারা যখন একসাথে ভিজত। তারা কিভাবে ভিজেছে ? রিকশায় চড়ে? প্রচন্ড বাতাসে কি নায়িকার এলোচুল উড়ে এসে নায়কের চোখে মুখে পড়ত ? এরকম ভালোবাসাবাসির মূহুর্তে কি নায়কের বুকের কম্পন বাড়েনি ? হয়ত বেড়েছিল, তা আমরা অনুমান করতে পারি। সেই তুমি আজ আমার কাছে.. আমার স্মৃতি ফিরিয়ে দিতে .. আমি আজ কাদবনা, হয়ত দু'এক ফোটা তবুও বলবনা ভালোবাসি । উপরের কয়েক লাইন থেকে কি বুঝা যায়? নায়িকা কি নায়কের সাথে দেখা করতে এসেছে? নাকি নায়িকা বিয়ের আগে একবার লাস্ট দেখা করেছিল? যদি বিয়ের পরে এই কাহিনি হয়ে থাকে তাহলে নায়িকা ব্যাপারটা ঠিক করেনি, তার উচিত হয়নি বিয়ের পরে আবার সাবেক প্রেমিকের সাথে দেখা করা। এতে তার সংসারে নতুন ঝামেলা সৃষ্টি হতে পারে।

তবে নায়ক কি করবে তা সে ঠিক বুঝে উঠতে পারছেনা। তার চোখে জল, বুকে রক্তক্ষরন তবুও সে বলবেনা যে এখনও সে নায়িকাকে কত ভালোবাসে। কোন এক ছোট্ট মিথ্যা.. মুছে দিয়েছে সব আমার.. আমার দেয়া ঘরি, সময়গুলো মুছেনি.. তুমি রক্তাত, আমি অপরাধী। ইয়েস! ইয়েস! উপরের প্যারা থেকেই ধারনা করা যায় ব্রেকাপের মেইন কারন কি ছিল। নায়ক কি নায়িকার সাথে মিথ্যা কথা বলেছিল? হয়ত বলেছিল।

কিন্তু ছোটখাট মিথ্যার জন্য নায়িকা কেন ব্রেকাপ করবে? ডেফিনেটলি বড় কোন কারন আছে। শেষ লাইনে দেখা যাচ্ছে নায়ক বলছে - "তুমি রক্তাত, আমি অপরাধী"। নায়ক কি নায়িকাকে আঘাত করেছিল? মনে হয়না। আমার মনে হচ্ছে, ভালোবাসাবাসির কোন দূর্বল মূহুর্তে তারা বড় কোন একটা ভুল করেছিল। most probably they made LOVE. তারপরে হয়ত নায়িকা নায়ককে ভুল বুঝে এবং হয়ত এই ভুল বুঝাবুঝি বিচ্ছেদে গিয়ে ইতি টানে।

আমার চোখের দিকে তাকিয়ে দেখ কাদছি আমি অসহায়, তোমার হারিয়ে জীবন আমার কষ্টের গানে ডুবে হায়। ..জানি ফিরিয়ে নেবার তো কোন কারন নেই তোমার এই জীবনে, তবু এখনও তুমি সত্য এখনও আমার জীবনে। উপরের শেষ চার লাইন থেকে ধারনা করা যায় নায়ক খুব সম্ভবত নেশাটেশা করা শুরু করেছে কারন তার জীবন এখন কষ্টে ডুবে আছে। নায়ক এখনও মনে মনে আশা রাখে যে হয়ত নায়িকা আবার ফিরে আসবে। কিন্তু আসলেই আসবে কি? শুরুর দিকের কথাগুলা বিশ্লেষন করলে তো দেখা যাচ্ছে যে নায়িকা তার স্বামীকে ভালোবেসে ফেলেছে, তারা হাত ধরাধরি করে গোধুলীলগন উপভোগ করছিল।

তবে নায়ক এখনও নায়িকাকে প্রানদিয়ে ভালোবাসে এবং তার জীবনে অনেক সত্যের মাঝে অন্যতম সত্য হচ্ছে তার সাবেক প্রেমিকা । চারদিকে যখন ঘৃনার বিস্তার তখন আমি তাহসানের একটা ভালোবাসার গানকে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। কেমন হয়েছে জানিনা। তবে সবার জীবন হয়ে উঠুক প্রেমময় এবং ভালোবাসাময় । আশিক আহমেদ বাপ্পী ১২ অগ্রহায়ণ ১৪১৮ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।