আমাদের কথা খুঁজে নিন

   

আর নয় মশার জ্বালাতন

সময় গেলে সাধন হবে না। জ্বী,হ্যাঁ.....শেষ হতে চলেছে সকাল সন্ধ্যা কানের কাছে পিন পিন করতে থাকা এই যন্ত্রণার।কৃত্রিম ভাবে এক বিশেষ ধরনের পঙ্গুকারী জিন এক প্রজাতির মশকীর শরীরে প্রবেশ করিয়ে বানানো হচ্ছে এক ধরনের ঘাতক মশা। এরা পুরুষ মশা। এই জিনবিহীন অন্য মেয়ে মশাদের সাথে এদের মিলনে যে বংশধররা আসবে তারা জন্মাবে পঙ্গু হয়ে। পারবে না উড়তে,বংশবৃদ্ধি করতে কিংবা কামড়াতে। এভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে আমাদের প্রাগৈতিহাসিক এই শ্ত্রু প্রজাতিটি। বাতাসে আপনার আশেপাশে ই হয়তো বিচরণ করছে আমাদের এই বন্ধুটি। মেক্সিকোতে উতপন্ন এইসব মশা পরবর্তীতে বিশ্বের ডেঙ্গু আক্রান্তকারী এলাকাগুলোতে ছড়িয়ে দেয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।