আমাদের কথা খুঁজে নিন

   

রিপোস্ট::টিপুর জন্য

ছন্দহীন জীবন বড়ই নীরস কষ্ট যারা সইতে পারে কষ্ট যারা বইতে পারে তাদের মতো মহৎ আছে কে আর? পরকে তারা ভালোবাসায় জড়িয়ে রাখে শত আশায় কাউকে তারা দেয় না সুযোগ দেয়ার কিন্তু তারা জানে না যে সংখ্যাহীনের মনের মাঝে ভালোবাসার বীজ করে যে বপন তাদের সে বীজ বৃক্ষ হয়ে হাজার শত লক্ষ হয়ে দেয় ফিরিয়ে ভালোবাসার স্বপন টিপুর মতো মহৎরা কষ্ট বইতে পারে। কিন্তু অন্যকে দিয়ে যায় ভালোবাসা। আর তাদের সেই ভালোবাসার বীজ মহীরূহ হয়ে হাজার-লক্ষ গুণ ভালোবাসার স্বপ্নবৃক্ষ জন্ম দেয়। টিপু সুখী হোক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।