আমাদের কথা খুঁজে নিন

   

বাল্যকালের সৃতি

যারা অন্যের সাথে প্রতারণা করে তারা প্রথমে নীজের সাথে প্রতারণা করে,কিন্তু নির্বোধ বলে তারা তা বুঝে না।আর প্রতরণার মধ্য দিয়ে প্রতারক মানুষরুপী শয়তান ও প্রেতে পরিনত হয়।কিন্তু অজ্ঞনতার ধরুন বিবেক তাদের ধ্বংশন করে না।ফলস্বরুপ,তারা পাপাচারে সুখ ভোগ করে। বহু বছর আগে,বাল্যকালে। একদা গভীর রাত্রে চকির কড়কড় শব্দে ঘুম ভাঙ্গে আমার। জেগে দেখি আমি পাশের চকিতে বাবা, মাকে আদর করছে, চুমু খাচ্ছে,ভালবাসছে। আজও ঐ সৃতি প্রতিক্ষণ ভাসে মোর হৃদয় পাটে। আর,যেন শুনছি সদা আমি মায়ের সেই আমৃত্যু বাণী, এই সেই স্বর্গীয় সুখ, ইহা অপেক্ষা উত্তম সুখ নাই কোন স্বর্গে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।