আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের এসএসসি পরীক্ষা কেমন ছিল!!! রেজা ঘটক

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা... ১৯৮৬ সালের মার্চ মাসে আমরা যখন এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম, তখন স্বৈরাচার এরাশাদ বিরোধী আন্দোলনে আমাদের শিক্ষকরাও জড়িয়ে গেলেন। ফলে আমাদের পরীক্ষার হল সামলাতেন ম্যাজিসট্রেট, থানার ওসি, পুলিশ অফিসারগণ আর প্রাইমারি স্কুলের শিক্ষকগণ। আমাদের নাজিরপুর থানার ওসি তখন বারেক মিঞা। পোলাপাইনের পরীক্ষার হলে তখন ওসি বারেক মিঞারে দেখলেই হাঁটু কাঁপতো। কারো কারো বিচি খিচে যেতো।

বিশেষ করে যারা পকেটে নকল রাখতো তাদের। ওসি বারেক মিঞা নকল ধরা মানে মাস্ট এক্সপেলড। আমাদের টিপু দুদু বাংলা প্রথম পত্রের পরীক্ষার শেষ ঘণ্টায় লাল সালু'র মজিদের ছোট স্ত্রী জামিলার চরিত্র নিয়ে কিছু একটা লিখছিল। শেষ লাইনও লেখা শেষ। টিপু দুদু পরীক্ষার খাতায় শেষ লাইন লিখেছিল- তোর লেখা শেষ হইলে এই কাগজ হান্নান মৌলভীরে দিস।

হান্নান মৌলভীও আমাদের সঙ্গে সেবার পঞ্চমবারের মতো এসএসসি পরীক্ষায় বসেছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস! টিপু দুদু লেখা শেষ করে হান্নান মৌলভীকে দেওয়ার জন্য পরীক্ষার হলে এদিক সেদিক একটু চোখ ঘুরিয়ে দেখে নিতে গেল। তখনই ওসি বারেক মিঞা টিপু দুদুকে চিন্থিত করলেন। সঙ্গে সঙ্গে চেক করলেন টিপু দুদুকে। টিপু দুদু মুখে কিছুই বললেন না।

খাতায় সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেল- তোর লেখা শেষ হইলে এই কাগজ হান্নান মৌলভীরে দিস। টিপু দুদু ওসি বারেক মিঞা'র জিজ্ঞাসাবাদে কিছুতেই হান্নান মৌলভী'র নাম বলে নাই। ফলাফল, টিপু দুদু মার্চের ৫ তারিখ ঠা ঠা চৈতের দুপুর শেষ না হতেই ওসি বারেক মিঞার হাতে এক্সপেলড! সন্ধ্যায় আমরা টিপু দুদু'র পরীক্ষা কালিন ভাড়া বাসায় সৌজন্য দেখা করতে গেলাম। গিয়ে শুনি, টিপু দুদু পলাতক। সেখানে হান্নান মৌলভীকে পেলাম।

তিনি জানালেন, তাঁর পরীক্ষা ইনসা আল্লাহ ভালো হয়েছে... ঠিক পরের বছর টিপু দুদু আর হান্নান মৌলভী আবারো এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তবে সেবার আমাদের পরামর্শে টিপু দুদু আর নকলের পথে হাঁটে নাই। দ্বিতীয় শ্রেণীতে পাস করে মুন্সী বাড়ির ইজ্জত রক্ষা করেছিল। কিন্তু ধর্ম পরীক্ষার দিন হান্নান মৌলভী সেই ওসি বারেক মিঞার কোপানলে পরেছিলেন বটে। বাকী জীবনে হান্নান মৌলভী'র আর এসএসসি পরীক্ষায় বসা হয় নাই।

আফসোস... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.