আমাদের কথা খুঁজে নিন

   

নোবেলবিজয়ী_টিপু : বেচে থাক আমাদের মাঝে মহাকালের এক উজ্জল নক্ষত্র হয়ে।

সামহোয়্যারইন ব্লগে প্রতিদিন নতুন পুরাতন হাজারো ভিজিটর আসে। ঠিক এমন ভাবেই মাস ছয়েক আগে ব্লগে আমাদের মাঝে আসেন ইসমাইল টিপু তার নোবেলবিজয়ী_টিপু নিকের মাধ্যমে। ইন্ডিপেন্ডেট ইউনির্ভাসিটি, বাংলাদেশ এর বিবিএ ১ম বর্ষের ছাত্র ইসমাইল টিপুর জন্ম ১১ই ডিসেম্বর ১৯৮৯ সালে। ছিলেন ঢাকা সিটি কলেজ এর ২০০৮ এর ব্যাচ। রাজনীতিতে বিশ্বাস করতেন জাতীয়তাবাদ।

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত টিপু স্বাভাবিক ভাবেই চালিয়ে যাচ্ছিলেন তার ব্লগিং কার্যক্রম। ব্লাড ক্যানসার বিষয়ক সচতেনামূলক পোষ্ট দিয়ে যেমন জানাতে চেয়েছেন এই সর্বনাশা ঘাতক ব্যাধির কথা। কিন্তু ভুলেও নিজের কথা উল্লেখ্য করেন নি তার নিজের কথা। কোন সাহায্য চেয়ে হতে চাননি কারও অনুকম্পার পাত্র। একা নিজের ভিতরের কঠিন ব্যাথা নিয়ে রসবোধপূর্ণ লেখাই লিখেছেন ব্লগে।

কিন্তু গত ২৪ নভেম্বর বিকেল ৫টায় ভয়াবহ ব্লাড ক্যানসার তার সর্বনাশা থাবা দিয়ে মাত্র ২২ বছর বয়সে থামিয়ে দিয়েছে ক্ষনজন্মা ইসমাইল টিপুর বা আমাদের সহব্লগার নোবেলবিজয়ী_টিপুর জীবন। বাস্তব জীবনের হাসি খুশি এই ছেলেটি হয়তো বিখ্যাত কেউ না, এমন কি আমাদের এই ব্লগেও ছিলেন অন্তরালের একজন মানুষ। কিন্তু তাই বলে কি তিনি আমাদের ভালবাসা পাবেন না ? আমাদের মনে রাখা উচিৎ এই বাঁধ ভাঙার আওয়াজে টিপুও ছিল একজন বজ্রকন্ঠের অধিকারী। "বিপ্লবীদের বেশি দিন বাঁচা ঠিক নয়। বেশি বাঁচলেই তারা প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে।

" ইসমাইল টিপু। টিপুর আত্মার মাগফেরাত কামনা করছি। নোবেলবিজয়ী_টিপু ব্লগ লিংক ইসমাইল টিপু ফেসবুক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।