আমাদের কথা খুঁজে নিন

   

কথা গুলো শোকের।

সমাজের সব ভাইরাস থেকে মুক্তি চাই, জীবন এর এই ভাইরাস গুলো জীবন টা কে স্থবির করে দিতেছে আজ সকালে সামু তে এসে ই একটা পোস্ট চোখে পড়ল ব্লগার টিপু মারা গেছে। তাকে চিনি না তার কোন পোস্ট পড়ছি বলে মন এ নেই। সকালে পড়া ওই পোস্ট থেকে টিপু এর ফেসবুক আইডি টা পেলাম। এক নজরে সব টুকু দেখে নিলাম । অনেক কস্টে নিজেকে সামলাতে পারলাম।

মন এ হোলো বুঝি আমি পরিচিত , আপন জন কে হারালাম। ভাবছিলাম সামু তে মডু রা কিছু এক টা করবেন , অন্তত এক টা শোক প্রকাশ করবেন। দুনিয়ার ফালতু সব কিছু নিয়া কথা হতে পারে। কিন্তু টিপু কে নিয়ে নয় কেন? টিপু কে সব সময় সামু তে স্বরণ রাখার মতো কি কিছু করা যেতো না? নাকি সে চলে গেছে বলে তাকে আর সামুর দরকার নেই। সে যত দিন ছিলো সে তো আমাদের কাছে চায় নি।

নিরবে চলে গেছে। সামুর সবার কাছে অনুরোধ কিছু এক টা করুন। টিপু কে সম্মান রেখে তার এক টা পোস্ট কে অন্তত স্টিকি করুন। টিপু কে খোদা জান্নাত বাসী করুন, এই কামনা করি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।