আমাদের কথা খুঁজে নিন

   

হায় মুক্তিযোদ্ধা !

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.।" হায় মুক্তিযোদ্ধা তুমি হয়ে গেল একটি দলের ট্রেডমার্ক! হায় মুক্তিযোদ্ধা ! জন্মের পর থেকে দেখছি তুমি একটি দলের সিংহাসনের সোপান ! হায় মুক্তিযোদ্ধা তুমি ময়রা মুদির দোকানের চমচম; তোমাকে বিক্রি করে আঁখের গোছালো একটি দল হায় মুক্তিযোদ্ধা এই তোমার স্বপ্নের বাংলাদেশ, যেখানে গায়ে কালো রংয়ের কোট না থাকলে তুমি রাজাকার ! হায় মুক্তিযোদ্ধা! যুদ্ধ করে সোনার বাংলা এনেছো তুমি; আজ তোমারি রক্ত ঝরে সেই বাংলার শ্যামল মাটিতে। হায় মুক্তিযোদ্ধা ! একজন মুক্তিযোদ্ধা এই তোমার নয় পরিচয়, তুমি নন আওয়ামীলিগার এটাই তোমার একমাত্র পরিচয় ! হায় মুক্তিযোদ্ধা ! সেদিন ভূল করেও ভেবেছিলে কি? স্বাধীন সোনার বাংলায় তোমার রক্ত ঝরাবে একদল হায়েনা ! হায় মুক্তিযোদ্ধা! তুমি সত্যিই বেমানান এই সম্রাজ্যে যতক্ষন তোমার গায়ে নেই কালো কোট ! হায় মুক্তিযোদ্ধা ! তূমি আর ভূল করোনা; চট জলদি পরে নাও মুজিব কোট যদি বাঁচাতে চাও! {উৎসর্গ: বঙ্গবীর কাদের সিদ্দিকী, অলি আহমেদ বীর বিক্রম সহ মুক্তিযুদ্ধে অংশগ্রনকারী প্রতিটি মুক্তিযোদ্ধা কে}

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.