আমাদের কথা খুঁজে নিন

   

আইনস্টাইনের মস্তিষ্ক জাদুঘরে প্রদর্শনীতে

Engineer Ashikujjaman Ashik পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্কের অংশবিশেষ যুক্তরাষ্ট্রের একটি জাদুঘরে প্রদর্শনীর জন্য দেওয়া হচ্ছে। ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের চিকিৎসাবিষয়ক জাদুঘর কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর পাঁচ দশকের বেশি সময় পর এ উদ্যোগ নিয়েছে। ফিলাডেলফিয়া শিশু হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ লাকি রর্ক-অ্যাডামস আইনস্টাইনের মস্তিষ্কের ধূসর রঙের ৪৬টি বস্তু ‘মাটার মিউজিয়াম অব দ্য কলেজ অব ফিজিশিয়ানস’ নামের ওই জাদুঘরকে দিয়েছেন। ৪৭ বছর ধরে এ হাসপাতালে কাজ করছেন ৮৭ বছর বয়সী এ নারী। তিনি বলেন, আইনস্টাইনের মস্তিষ্ক দেখে মনে হয়, সেগুলো এখনো তারুণ্যের সজীবতায় পরিপূর্ণ।

আপেক্ষিকতাবাদসহ অসংখ্য তত্ত্বের উদ্ভাবক জার্মান বংশোদ্ভূত আইনস্টাইনকে আধুনিক পদার্থবিজ্ঞানের জনক ভাবা হয়। পদার্থবিজ্ঞানে তাঁর অসামান্য অবদানের জন্য বিংশ শতাব্দীর বিশিষ্টতম এ প্রতিভাকে ১৯২১ সালে নোবেল পুরস্কার দেয় সুইডিশ নোবেল কমিটি। ১৯৫৫ সালে ৭৬ বছর বয়সে মারা যান তিনি। ভবিষ্যতে গবেষণার উদ্দেশ্যে সংরক্ষণের জন্য মৃত্যুর সাত ঘণ্টা পর তাঁর মস্তিষ্ক পৃথক করে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রিন্সটনের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে এ কাজটি করা হয়।

সেখানেই তাঁর মস্তিষ্কের বেশির ভাগ সংরক্ষিত রয়েছে। লাকি রর্ক-অ্যাডামস জানান, ১৯৭০ সালের মাঝামাঝি তাঁর একজন সহকর্মী আইনস্টাইনের মস্তিষ্কের ওই বস্তুগুলো তাঁকে দেন। সেই ব্যক্তি আবার বস্তুগুলো পেয়েছিলেন একজন বিধবা নারীর কাছ থেকে, যাঁর স্বামী ছিলেন একজন চিকিৎসক। ওই চিকিৎসক আইনস্টাইনের মস্তিষ্কের নমুনা সংরক্ষণে সহায়তা করেছিলেন। আইনস্টাইনের মস্তিষ্কের সক্ষমতা উদ্ঘাটনে তাঁর জীবদ্দশায় অনেক ধরনের অনুমান শুরু হয়।

মৃত্যুর পর এ পর্যন্ত তাঁর মস্তিষ্ক নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। এখনো তা অব্যাহত রয়েছে। প্রেস টিভি ও ইনডিপেনডেন্ট অনলাইন। লিংক:http://www.prothom-alo.com/detail/date/2011-11-24/news/203506 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।