আমাদের কথা খুঁজে নিন

   

টায়ার ৪ (ইউকে স্টুডেন্ট ভিসা) -এর বর্তমান হালচাল

আমার নাম এস এম নাজির হোসেন। থাকি লন্ডনে, পড়াশুনার পাশাপাশি বল্গিং করি... ২০০৯ এর এপ্রিল থেকে টায়ার ৪ ভিসা নীতি চালু হয়েছে। অনেক জল্পনা-কল্পনার মাঝে ইউকে স্টুডেন্ট ভিসায় গত ২ বছরে আরো অনেল পরিবর্তন এসেছে। আসুন দেখি টায়ার ৪ এর স্রবশেষ সংযোজন কী কী। (যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় আসতে চান, এই নিয়মগুলো সম্পরকে অবগত হউন।

আরো জানতে এই পোস্ট পড়তে পারেন লন্ডনে পড়াশুনার নামে টাকা-পয়সা ইনকামের দিন শেষ ) সংক্ষেপে নতুন নিয়মাবলী ১. টায়ার ৪ -এ পয়েন্ট বেজড সিস্টেমে ৪০ পয়েন্ট পেতে হবে ভিসার জন্য বিস্তারিত এখানে Tier 4 ২. নতুন নিয়মে শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পার্ট-টাইম কাজ করতে পারবে। ৩. কোনো রকম প্রাইভেট কলেজ ছাত্ররা পার্ট-টাইম কাজের অধিকার পাবে না। ৪. ২০১২ এর এপ্রিলের মাঝে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়কে হাইলি ট্রাস্টেড স্পন্সর হতে হবে নতুবা সরকার দ্বারা কলেজ বন্ধ ঘোষনা করা হবে। ইতিমধ্যে ১০০ -এর ও বেশি কলেজ স্পন্সর লাইসেন্স হারানোর ফলে বন্ধ হয়ে গেছে। ৫. শুধু মাত্র পোস্ট-গ্রাজু্য়েট ছাত্র/ছাত্রীরা তাদের ডিপেন্ডেন্ড/স্পাউস নিয়ে আসার অধিকার পাবে।

সুতরাং ভালোভাবে নিয়মগুলা জেনে আপনি নেক্সট ডিসিশন নিন। না-জেনে না শুনে দালালের হাতে ধরা না পড়ায় ভালো। ইউকে - ভিসা সম্পরকে নিয়মিত আপডেট এর জন্য ফেইসবুকে দি লন্ডন স্টাডিতে যোগ দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.