আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাই এবং আপুরা, হেল্পান প্লিজ…

লেখার চেয়ে পড়তে বেশি ভালোবাসি... আমি Nokia 1280 মুঠোফোন ব্যবহার করি। সেই সাথে রবি সংযোগ। সমস্যা হচ্ছে, আমি যখন কাউকে ফোন করি, আমি বুঝতে পারি না যে, আমি waiting-এ আছি কিনা। যদিও আমার “call waiting” অপশন চালু করা, তারপরেও কাউকে কল করলে, সে যদি অন্য কারো সাথে কথা বলতে থাকে, তাহলে আমার ফোনের display-তে “waiting” কথাটা দেখায় না। উল্লেখ্য যে, যাকে ফোন করছি, তার মোবাইলে ঠিকই ফোন ঢুকছে এবং তারও “call waiting” অপশন চালু করা আছে। এই সমস্যা শুধুমাত্র ROBI সংযোগ থেকেই হচ্ছে, আরও কথা হলো, আমি যখন ঢাকায় থাকি, তখন এই সমস্যা হয় না। যখন সিলেট আসি, তখন হয়। তবে অন্যান্য সংযোগ ব্যাবহার করলে, কোন সমস্যা হয় না। এখন কি করি? ROBI সিমটা ফেলে দিব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.