আমাদের কথা খুঁজে নিন

   

আমরা কি বন্ধু- বান্ধবীদের কাছে অপরাধবোধ থেকে মাফ চাই, নাকি সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে অথবা রাগ ভাঙ্গানোর জন্য.......?

গত কিছুদিন আগে আমার বন্ধু, তার প্রেমিকার জন্য ইয়াহুতে একটি ই-মেইল আইডি খুলল। খুলে সে আইডিটা যাবতীয় তথ্য তার প্রেমিকাকে দিচ্ছে। তো নোকিয়া সেট- লাউড স্পিকার না দিলেও হালকা শব্দ বাইরে থেকে শোনা যায়। বন্ধুর প্রেমিকার প্রশ্ন পর্ব শুরু- ১) তুমি আইডিটার এই নাম দিলা কি জন্যে? ২) পাসওয়ার্ড এইরকম কেন দিলা? ৩) সিকিউরিটি প্রশ্ন কি? আরও যাবতীয় প্রশ্ন। আমার বন্ধু প্রতিটা জিনিসের ব্যাখ্যা দিতে শুরু করল।

এক কথা বুঝাতে গিয়ে সে অনেক কথা রিপিট করল। বুঝানোর এক পর্বে বন্ধু তার বান্ধবীকে ধমক দিয়ে ফেলছে। পরে তার কথা দেখে আমি বুঝে নিলাম আজকে তাদের কান্না-কাটির পর্ব। পরে রাত ১ টার পরে তার রুমে গিয়ে দেখলাম, সে কম্বলের নিচে মুখ লুকিয়ে কেঁদে-কেঁদে ক্ষমা প্রার্থনা করছে। এটা দেখে আমার হাসি পেল।

পরে ছাদে আমি ভাবলাম, আমরা বন্ধু-প্রেমিকার কাছে যে কোন কারণে কোন কিছু হলে, সরি বলি। কিন্তু বাবা-মাকে কোন দিন বলি না। কিন্তু সেটাই আমাদের আগে বলা উচিত ছিল। যাকে আমার ব্ন্ধু সময় নষ্ট করে কেঁদে কেঁদে সরি বলছে, হয়তো একদিন তার জীবন সঙ্গী হবে। যদি না হয় তাহলে???????? আমরা অনেকেই অথবা কেউ নয় শুধু আমি মাঝে মাঝে আমার মায়ের সাথে রাগের স্বরে কথা বলেছি।

অপরাধ করেছি। কিন্তু পরে আমার মা আমার রাগ ভাঙ্গানোর জন্য কত রকমের রান্না করেছেন। আমার তো মায়ের পা ধরে মাফ চাওয়া উচিত ছিল। কিন্তু তা কোনদিন করেনি। কিন্তু ঠিকই আমরা ব্ন্ধু –বান্ধবীদের কাছে মাফ চাই।

আচ্ছা বলেন তো আমরা কি বন্ধু- বান্ধবীদের কাছে অপরাধবোধ থেকে মাফ চাই নাকি, সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে অথবা রাগ ভাঙ্গানোর জন্য?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।