আমাদের কথা খুঁজে নিন

   

ছবি দেখে আর পড়ে হাসতে হাসতে শেষ না হলেও অনেকক্ষন হাসলাম

আমি মুছে দিতে চাই সব মলিনতা উনারা আমাদের হালের ক্রেজ সৃস্টিকারী তারকা । গায়কীর তুলনায় উনাদের অঙ্গভঙ্গি এবং আফ্রিকান জঙ্গল মর্ডান ফ্যাশন মানুষের হাসির তথা বিনোদনের খোড়াক যোগায়। উনারা যখন গান গায় তখন ৮০ ভাগ শব্দই সাধারণত বেশীরভাগ শ্রোতারা বুঝতে কষ্ট ফিল করেন। উনারা প্রায়শই বিকৃত উচ্চারনে বাংলায় গান গেয়ে থাকেন। ব্যক্তি জীবনেও রয়েছে উনাদের নিয়ে টাকিলা রিপোর্ট।

তবে ব্যক্তি জীবনে জাহান্নামে যাক সমস্যা নেই, কিন্তু ইনারা যেভাবে বাংলা ভাষাকে বলৎকার কর যাচ্ছেন সে বিষয়ে অবশ্যই মাথা গামানো উচিত। কিভাবে? আপাতত এদের বিকৃত উচ্চারনের আর অশ্লীল গানের সিডি কেনা এবং এদের কন্সার্ট বর্জন করার মাধ্যমে আমরা প্রতিবাদ করতে পারি। তাহলে কি বাংলা গান শোনবোনা? শুনবো অবশ্যই। হালের মেধাবী শিল্পী অর্নব-বাপ্পারাতো আছেন সাথে আমাদের রয়েছে অনেক ঐতিহ্যবাহী সঙ্গীতের বিশাল ভাণ্ডার। আসুন মনকে প্রফুল্ল করতে ভাল গান শুনি এবং অবশ্যই এ্যালবাম কিনে।

**সঙ্গীতঃ সংগীত এক ধরনের কলা যা সুসংবদ্ধ শব্দ ও নৈশব্দের সমন্বয়ে মানব চিত্তে বিনোদন সৃষ্টি করার প্রয়াস নেয়। (উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে) সুত্র-View this link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।