আমাদের কথা খুঁজে নিন

   

একটা গান লেখো, প্রতিবাদ

পুরনো আমিটাই ভাল ছিলাম... আবার আমি পাখি হবো আবার আমি ভুলে যাবো ঘর আবার আমি নদী হবো আবার আমি মাটি ভুলে হবো যাযাবর আবার আমি ক্রোধ হবো আবার আমি হাতে নেবো শর আবার আমি শ্বাপদ হবো আবার আমি ছিঁড়ে খুঁড়ে হবো ছারখার একটা গান লেখো জাগরণের একটা গান লেখো, প্রতিবাদ সুরগুলো হয়ে যাক আগুনের পুড়ে খাক হয়ে যাক ভুল মতবাদ একটা কবিতা হোক সকলের একটা গল্প হোক যুগপৎ স্বপ্ন জাগুক বুকে সুদিনের দূর দ্রোহে পড়ে থাক আঁধারের রথ একটা যুদ্ধ হোক ভাঙ্গনের একটা কাঁপন হোক দুর্বার ভস্মে জাগুক প্রাণ নতুনের দানবের খুলি ভেঙ্গে হোক চূরমার আবার আমি সবুজ হবো আবার আমি হবো খুন লাল আবার আমি ঝড় হবো আবার আমি ঘুড়ি হবো, তেজী ছেঁড়াপাল আবার আমি পাখি হবো আবার আমি ভুলে যাবো ঘর আবার আমি নদী হবো আবার আমি মাটি ভুলে হবো যাযাবর।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.