আমাদের কথা খুঁজে নিন

   

ল্যাসিক সার্জন ডঃ রশিদ হায়দারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত

ডঃ রশিদ হায়দার নামের ল্যাসিক সার্জন বৈশাখী টিভিতে এক অনুষ্ঠানে বলে কিনা ল্যাসিক সার্জারীর কোন কমপ্লিকেশন নেই। এটা নাকি চোখের কোনো ক্ষতি করে না। এটা নাকি রিস্ক ফ্রি সার্জারী। এত বড় ডাহা মিথ্যা কথা কিভাবে বলতে পারে একজন সার্জন? রিস্ক ফ্রি সার্জারী বলে কি কিছু আছে? মেডিক্যাল এথিক্স নামে একটা কথা আছে। যেকোন সার্জনকেই সার্জারীর ইতিবাচক ও নেতিবাচক সব দিক তুলে ধরা উচিত সার্জারীর আগে কিন্তু এই ল্যাসিক সার্জন নিজের ব্যবসায়িক স্বার্থে ল্যাসিকের নেতিবাচক দিক তুলে না ধরে একে রিস্ক ফ্রি সার্জারী জাহির করে রোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে আর রোগীর চোখের চিরস্থায়ী ক্ষতি করে যাচ্ছে। ল্যাসিক যদি রিস্ক ফ্রি সার্জারী হয় তবে এর বিরুদ্ধে ভুক্তভোগী শত শত মানুষ অনলাইন আন্দোলন কেনো করে যাচ্ছে? অনলাইন পিটিশনঃ Click This Link বিভিন্ন ল্যাসিক সার্জনদের বিরুদ্ধে আমেরিকায় এফডিএ ওয়ার্নিং ইস্যু করেছে। রোগীদের কমপ্লিকেশন ও রিস্কের ব্যাপারে অবহিত না করার কারনে ঐ ওয়ার্নিং দেয়া হয়েছে। FDA Issues Warning to LASIK Centers for Improper Advertising Click This Link বাংলাদেশে কি কোন সরকারী সংস্থা নেই যারা ডাক্তারদের মিথ্যা প্রচারনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.