আমাদের কথা খুঁজে নিন

   

এই দেশে পিস টিভির বাংলা চ্যানেল বা এর মত বাংলা চ্যানেল (ইসলামিক টিভি) থাকতে পারে, আর আমাদের শিশুদের জন্য কার্টুন চ্যানেল, খেলার চ্যানেল, মুভি চ্যানেল কিছুই নাই!!!

A boy of good earth !! কথা হচ্ছিলো ডরিমন নিয়ে যা জাপানি কার্টুন, এখন ভারতীয় চ্যানেলে হিন্দিতে দেখান হয়। এই লেখাটা পরুন Click This Link আমি বাচ্চা নই, কিন্তু এই অনুষ্ঠান টা আমার কাছে অনেক পছন্দনীয়। আমার, কিছু কাজিন এই আনুষ্ঠান দেখে হিন্দিতে কথা বাত্রা নকল করে। আমার খুবই আফসোস হয়, আমাদের এই দেশে পিস টিভির বাংলা চ্যানেল বা এর মত বাংলা চ্যানেল (ইসলামিক টিভি) থাকতে পারে, তারা অনেক অনেক আনুষ্ঠান বাংলায় ডাবিং করে দেখায় হিন্দি বা অন্য ভাষা থেকে, আর আমাদের শিশুদের জন্য বাংলায় কোনো চ্যানেল নাই, কিংবা কোনো চ্যানেল ওদের জন্য আনুষ্ঠান বাংলায় ডাবিং করে দেখায় না!! Sports chanel নিয়েও আমার একই মাথা ব্যাথা। আমাদের নিজেদের sports chanel নেই কেন, আমাদের এখন ভারতীয় চ্যানেল এর পাশাপাশি বিরতিতে তাদের পন্যের বিজ্ঞাপন দেখতে হয়।

বাংলাদেশে এখন অনেক চ্যানেল, সবগুলিই কেন নিউজ চ্যানেল হতে হবে? আমাদের চাই, নিজেদের sports chanel, নিজেদের cartoon chanel, নিজেদের movie chanel, নিজেদের নাটকের চ্যানেল, নিজেদের national geographic chanel, নিজেদের animal planet chanel, নিজেদের fox history chanel. ওহ হ্যা, ভারতীয় সব চ্যানেল এখানে বন্ধ করে দিতে হবে। আমাদের মুভি চ্যানেল এ বাংলা, হিন্দি, ইংরেজি, জাপানি সব ধরনের মুভি দেখানো যেতে পারে, তবে তা অবশ্যই আমাদের চ্যানেলে, বিজ্ঞাপন টা আমরা আমাদের নিজেদেরই দেখতে চাই। প্রাথমিক ধাক্কা সামাল দিতে, কিছু হিন্দি নাটক ও আমাদের চ্যানেলে চালানো যেতে পারে। পশ্চিমবঙ্গের সাথে দিপক্ষীয় চুক্তিতে তাদের কিছু আনুষ্ঠান আমাদের চ্যানেলে, আমাদের আনুষ্ঠান তাদের চ্যানেল এ চালানো যেতে পারে। তবে এটাতে সমস্যা আছে, কলকাতার আনুষ্ঠান গুলেতে বাংলা সংস্ক্‌তির চেয়ে হিন্দি সংস্ক্‌তি বেশি চর্চা হয় এখন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।