আমাদের কথা খুঁজে নিন

   

প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন দৈনিক আমাদের সময়ের সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান।

মানুষে মানুষে সমানাধিকারে বিশ্বাস করি প্রতারণা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন দৈনিক আমাদের সময়ের সাবেক সম্পাদক নাঈমুল ইসলাম খান। সোমবার সকালে তিনি ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির হয়ে আইনজীবীদের মাধ্যমে জামিনের আবেদন করলে মহানগর হাকিম শাহাদত হোসেন ১ লাখ টাকা মুচলেকায় তা মঞ্জুর করেন। মামলার বাদী বিএনএস গ্র“পের চেয়ারম্যান ব্যবসায়ী এম এন এইচ বুলুর আইনজীবীরা এ সময় জামিনের বিরোধিতা করলেও তা নাকচ হয়ে যায়। শুনানির সময় বাদীর মন্তব্যে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গত ২৭ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দায়ের করা এ মামলার আরজিতে বলা হয়, অর্থ সঙ্কটের কারণে নাঈমুল ইসলাম খান দুই কোটি ৩৫ লাখ টাকায় আমাদের সময়ের মালিকানা বুলুর কাছে বিক্রি করে দিন। কিন্তু পরে তাকে না জানিয়েই পত্রিকার শেয়ার আরেকজনের কাছে হস্তান্তর করেন। নাঈমুল ইসলাম খানের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন ঢাকা আইনজীবী সমিতির সভাপতি শেখ হেমায়েত হোসেন, প্রকাশ রঞ্জন বিশ্বাস ও দুলাল মিত্র।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।