আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের সিয়াটলের "ফাইভ পয়েন্ট বার" নিষিদ্ধ করলো গুগলের অত্যাধুনিক প্রযুক্তির গুগল গ্লাস

প্রতিটি রাতে স্বপ্ন দেখি একদিন সব আমারই হবে, আজ না হলেও কাল তো ঠিকই ধরুন প্রেমিকাকে নিয়ে খাচ্ছেন একটি রেষ্টুরেণ্টে এমন সময় পরিচিত একজন ঢুকল সেই রেষ্টুরেন্টে। চোখে গুগল গ্লাস লাগানো। এখবর রাষ্ট্র হয়ে যেতে কয়েক মিনিটও লাগবে না যে। কারন ওই গ্লাস দিয়ে আপনার পরিচিত মানুষটি চাইলেই রেকর্ড করে তা ইউটিউব কিংবা সোসাল নেটওয়ার্কিং সাইটে আপ করে দিতে পারে। সুতরাং কি করনীয় হতে পারে এক্ষেত্রে? ঠিক এমন কাজটিই করেছেন সিয়াটলের পয়েন্ট ৫ বার।

তারা গুগলের এই যুগান্তকারী গ্লাসটি বের হবার আগেই নিষিদ্ধ করেছেন। সম্প্রতি ৫ পয়েন্ট ক্যাফের ফেসবুক পেজে গুগল গ্লাসের খারাপ দিকগুলো উদাহরণস্বরুপ বিস্তারিত উল্লেখ করা হয়। সেই মতে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত মানতে বার এবং ক্যাফেতে আগতরা কেহই উচ্চ প্রযুক্তির গ্লাস পড়তে পারবেনা । এর মালিক জানিয়েছে, তথ্যধারণের বিষয়টিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যেজন্য সিয়াটেলের ব্যবসা প্রতিষ্ঠানটি সর্বপ্রথম এ উদ্যোগ নিয়েছে।

দর্শনার্থী বা ক্রেতারা কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি না করা থেকে বিরত থাকতেই খুব স্বাভাবিক নিয়মেই ৫ পয়েন্টের ভেতরে প্রবেশের পূর্বে গ্লাস খুলতে পারবে। এদিকে লুক বারব্যাঙ্ক অনুষ্ঠানের কথোপকোথনে ৫ পয়েন্টের মালিক জানান, ক্রেতাদের ব্যক্তিগত দিকটি ছিল উচ্চমানের প্রযুক্তিটি বন্ধের মূল কারণ তাদের অধিকার প্রতিষ্ঠিত করতেই মুলত এ সিদ্ধান্ত। মালিক ডেভ মেইনার্ট বলেন ”প্রথমে তোমাকে বুঝতে হবে এ রেষ্টুরেন্টের সংস্কৃতি। কখনও কখনও এখানে জীর্ণদশা হয়, হয়তবা তখন এটি অখ্যাতিকর একটি স্থান। এছাড়া লোকজন অবশ্যই চাইবেনা গোপনীয়ভাবে তোলা ভিডিওটেপড মুহূর্তেই ইন্টারনেটে ছড়িয়ে যাক।

সিয়াটেলের নতুন অ্যামাজন ক্যাম্পাসের নিকটে এই ক্যাফে অবস্থিত। বিশ্বব্যাপী প্রযুক্তি-গোষ্ঠীর কাছে গুগল গ্লাস যাওয়ার আগ মুহূর্তে এখন থেকেই শক্তহাতে প্রতিহত করার ইচ্ছা তাদের। তবে মুল পোষ্টটি কিছুটা রসিকতাময় ছিল বলে মন্তব্য করেন মেইনার্ট । কিন্তু ঠিক এ মুহূর্তে ক্রেতাদের ভিডিও কিংবা ফটো ইন্টারনেটে আপলোড হওয়ার বিষয়টি একেবারে অনিচ্ছার সাথে দেখছেন। তিনি আরও বলেন স্মার্টফোন ব্যবহারকারীরা অবশ্যই একই চাহিদা মেটাতে পারে।

ধারণা করা হচ্ছে এ বছরের কোনো বিশেষ দিনে গুগল গ্লাস সাধারণভাবে চালু হতে পারে। সেইসাথে ৫ পয়েন্টের কার্যক্রমে অন্যরাও সম্মতি দিয়ে সেসব স্থানে প্রকাশের আগেই গুগল গ্লাসকে প্রতিহত করবে। তবে ১৫‘শ ডলার দামের উৎপাদিত এই গ্লাস সম্ভবত কেনাকাটার ব্যস্ত-মৌসুমেই বিক্রি হবে বলে অনুমান করছে আলোচকরা। গুগল গ্লাস সম্পর্কে বিস্তারিত যারা এন্ড্রোয়েড ব্যবহার করছেন তাদের জন্য অসাধারন একটি সাইট। http://theandroidgallery.com/ নতুন নতুন এন্ড্রোয়েড এ্যপস এবং গেমস সম্পর্কে জানতে হলে নিচের ফ্যানপেজটির সাথেই থাকুন Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.