আমাদের কথা খুঁজে নিন

   

সানজির জন্মদিনে – বপ্পির চিঠি

নিজেরে হারায়ে দিগদিগন্তে খুঁজি- "আপনভোলা" ছোট্ট সোনা সানজি মনি কেমন আছো ভালো? চিঠির পাতায় আদর দিলাম, দিলাম টিপে গালও। ওড়না গুজে শাড়ি পড়ে খেলায় কি খুব ব্যাস্ত? খাওয়া দাওয়া হচ্ছেতো ঠিক কেমন আছে সাস্থ্য? আমার সময় যাচ্ছে কেটে সকাল বিকাল দুপুর, ছুটির দিনে সাগর ঢেউয়ে চলছে ঝাপুর ঝুপুর। মুগ্ধ হয়ে দৃষ্টি রাখি সি-গালদের ঝাঁকে, নিলের উপ্র ঘুরিয়ে ডানা তোমার ছবি আঁকে। চমকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করি তাকে কেউ কি আমায় সানজি গলায় বপ্পি বলে ডাকে? তাসমান সি -র বাতাস আমার ওড়না তে দেয় ঢেউ, লুকিয়ে এসে সে ওড়নাতে মুখ মোছেনা কেউ। তোমার ছবি কোলে নিয়ে চুপি চুপি কাঁদি, ঘুমিয়ে পড়ি আশায় তোমায় স্বপ্নে দেখি যদি। দোওয়া করো বপ্পি যেন যলদি আসে চলে, আগের মতই জড়িয়ে তোমায় নিতে পারে কোলে। সানজি সোনা থেক ভালো অনেক অনেক ভালো, চিঠির পাতায় আদর দিলাম, দিলাম টিপে গালও।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.