আমাদের কথা খুঁজে নিন

   

রেফারি-আম্মু

I am what I am and that's how I would be. No I am not stubborn. I just want to be myself. বাচ্চা যখন একটি তখন মায়ের মুখে হাসি দুটির বেলায় সেই মুখেতেই রেফারির বাঁশি। পড়ছে মায়ের চুল অবিরাম, কপালেতে ভাঁজ, ক্যাম্নে এরা শান্ত হবে, করবো অন্যকাজ? দোকান খুঁজে একইরকম জামা কিনতে হবে, দুটোই ভালো, দুটোই পঁচা, তাতেই খুশী সবে। নালিশ নিয়ে আসবে যখন, কাকে সাপোর্ট করি? দুটোই করছে কাড়াকাড়ি, সমান মারামারি! একইসাথে দুইটাকেই দিলাম পানিশমেন্ট মিলেমিশে থাকতে হবে, বলে দিলাম স্ট্রেইট। একটা নালিশ যদি আমার কানে আসে ফের খেলাধূলা, মজা করা বন্ধ দুইজনের। টায়ার্ড আমি, তোদের জন্য করছি বিচার ম্যালা। "স্যরি আম্মু, মিলেমিশে করবো মোরা খেলা"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।