আমাদের কথা খুঁজে নিন

   

নাকের ডগায় উপর্যুপরি যৌনতার অদৃশ্য মুলা ঝুলানো শিল্প, একদফা চুম্বন চরিত্রহীনতা!

আউলা মাথার বাউলা পোলা। টিভিভর্তি যৌনতা? উহা তো সিনেমা! কাগজভর্তি যৌনতা? উহা তো কবিতা! ক্যাসেটভর্তি যৌনতা? উহা তো সঙ্গীত! বিলবোর্ডভর্তি যৌনতা? উহা তো বিজ্ঞাপন! ক্যানভাসভর্তি যৌনতা? উহা তো পেইন্টিং! পাথরভর্তি যৌনতা? উহা তো ভাস্কর্য! সমগ্র পৃথিবীর খাঁজে-ভাঁজে মাংসে-অংশে পাহাড়ে-নহরে উদ্যানে-বিদ্বানে যৌনতা? উহা যে শিল্প, উহা যে আর্ট, উহা যে আর্টেরই পার্ট! যদি বলি-- এসো, হাত ধরো, উত্তাপ যোগাও, চার ঠোঁট ঐক্যবদ্ধ করো, একপ্রস্থ চুমু খাও, মাতো উদ্বাহু অধরসঙ্গমে? উহা তো অশ্লীলতা! উহা তো অসভ্যতা! আখতারুজ্জামান আজাদ ___________________ ফেসবুক হইতে সংগৃহীত। _____________________ উক্ত পদ্যখানা পাঠ করিয়া আমি যারপরনাই চিন্তিত হইলাম। তাইত? দুনিয়া কোন পাকে ঘুরিতেছে। ইদানিং আবার ব্লগ, ফেসবুক সকল যায়গায় দেখিতেছি অত্যধিক মাত্রায় পর্ণ জাতীয় পন্যের প্রসার ও বিজ্ঞাপন। যাহারা অত্যন্ত সুচিন্তিত পন্থায় এই সকল জিনিসের বিস্তার ঘটাইতেছেন তাহারা হইলেন শিল্পী, ধার্ষনিক থুক্কু দার্শনিক। আর যাহারা এইগুলির শিকার তাহারাই হইল দোষী। ধিক সমাজ। তোমায় শত ধিক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.